করাচিগামী চলন্ত তেজগাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃতের সংখ্যা ৫০ ছাড়াল
ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম বহু।
নিজস্ব প্রতিবেদন : দাউদাউ করে জ্বলছে ট্রেন। একটার পর একটা কামরায় ছড়িয়ে পড়ে সেই আগুন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬৫ জন যাত্রীর। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। গুরুতর জখম বহু।
#UPDATE Death toll rises to 65, in incident where fire broke out in Karachi-Rawalpindi Tezgam express train in Liaqatpur near Rahim Yar Khan, earlier today: Geo News #Pakistan pic.twitter.com/CeMEexjUj6
— ANI (@ANI) October 31, 2019
বৃহস্পতিবার রাওয়ালপিণ্ডি থেকে করাচি যাচ্ছিল তেজগাম এক্সপ্রেস। মাঝপথে এই বিপর্যয় ঘটে। পাক পঞ্জাবের লিয়াকতপুরে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় জলেপুড়ে খাক হয়ে যায় তিনটি কামরা।
আরও পড়ুন - যেসব দেশ কাশ্মীর নিয়ে ভারতকে সমর্থন করছে তাদের মিসাইল দিয়ে উড়িয়ে দেব: পাক মন্ত্রী