সোমালিয়ায় অনাহারে ৪৮ ঘণ্টায় মৃত্যু ১১০ জনের!
৪৮ ঘণ্টায় মৃত্যু অন্তত ১১০ জনের। তাও আবার খিদের জ্বালায়। দক্ষিণ সোমালিয়ার বিস্তীর্ণ এলাকায় এখন এটাই চেনা ছবি। সরকারি তরফে জানানো হয়েছে পরিস্থিতি দ্রুত সামাল না দেওয়া গেলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
ওয়েব ডেস্ক : ৪৮ ঘণ্টায় মৃত্যু অন্তত ১১০ জনের। তাও আবার খিদের জ্বালায়। দক্ষিণ সোমালিয়ার বিস্তীর্ণ এলাকায় এখন এটাই চেনা ছবি। সরকারি তরফে জানানো হয়েছে পরিস্থিতি দ্রুত সামাল না দেওয়া গেলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সম্প্রতি, রাষ্ট্রসংঘের শাখা সংস্থা UNICEF-এর তরফে জানানো হয়েছে এই পরিস্থিতি চলতে থাকলে, চলতি বছর আড়াই লাখের বেশি শিশু অপুষ্টিতে ভুগবে।
আরও পড়ুন- 'তাওয়াং দিলে আমরাও সীমান্তে বিশেষ অংশ ছাড়তে রাজি,' ভারতকে জানালেন চিনা কূটনীতিবীদ
সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খাইরি জানিয়েছেন, আমরা পরিস্থিতি নিয়ে বৈঠক করছি। কিন্তু, তাতে কোনও উন্নতি হচ্ছে না। প্রকৃতির সঙ্গে লড়াই করে আমরা পেরে উঠছি না। ফলে, একের পর এক মৃত্যু ঘটেই চলেছে।
প্রসঙ্গত, ২০১১ সালে খরার ফলে সোমালিয়াতে মৃত্যু হয় ২ লাখ ৬০ হাজার মানুষের। এবারের পরিস্থিতিও একই বলে দাবি পরিবেশবীদদের।
একদিকে খরা, অন্যদিকে দেশের রাজধানী মোগাদিসু সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে চলছে অল শাবাব জঙ্গিগোষ্ঠীর অত্যাচার।