লাহোরের হাসপাতালে ওষুধে বিষক্রিয়ার বলি শতাধিক

জীবনদায়ী হৃদরোগের ওষুধ পরিণত হল প্রাণঘাতী বিষে! পাকিস্তানের লাহোরের পঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে চিকিৎসাধীন অন্ততপক্ষে ১০০ হৃদরোগী ইতিমধ্যেই সেই সন্দেহজনক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন।

Updated By: Jan 26, 2012, 05:10 PM IST

জীবনদায়ী হৃদরোগের ওষুধ পরিণত হল প্রাণঘাতী বিষে! পাকিস্তানের লাহোরের পঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে চিকিৎসাধীন অন্ততপক্ষে ১০০ হৃদরোগী ইতিমধ্যেই সেই সন্দেহজনক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছেন।
পাক পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, সন্দেহজনক এ ওষুধের প্রতিক্রিয়ায় প্রায় ১০০ রোগী প্রাণ হারিয়েছেন। পরীক্ষার জন্য ফ্রান্স ও ইংল্যান্ডের কাছে ওষুধটির নমুনা পাঠিয়েছে পঞ্জাব সরকার। পরীক্ষার ফলাফলে কেউ অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও দাবি করেছেন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর নেতা। পুরো ঘটনার দায় গিলানি সরকারের উপর চাপিয়ে তাঁর দাবি, ১৮তম সংশোধনী কার্যকর হলেও এখনও ওষুধের নিবন্ধন, মূল্য নির্ধারণ ও লাইসেন্স প্রদান সংক্রান্ত বিষয়গুলি কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে।
পাক মিডিয়ার দাবি, গত তিন সপ্তাহ ধরে লাহোরের ওই হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠানটিতে পর্যায়ক্রমে মারা গিয়েছেন শতাধিক রোগী। হৃদরোগের এই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণেই রোগীদের এই গণমৃত্যু বলে দাবি করা হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে। পঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজি`র পাশাপাশি শহরের জিন্না হাসপাতাল এবং মায়ো হাসপাতালেও মারক-ওষুধের প্রভাবে ১২ জনের মৃত্যুর খবর মিলেছে।

.