কোয়টায় বিস্ফোরণ মৃত ১০ তীর্থযাত্রী, আহত ৩০

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার অদূরে বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৩০। বেশকয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতেরসংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরান ফেরত তীর্থযাত্রী ভর্তি একটি বাস।

Updated By: Jun 29, 2012, 07:15 PM IST

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের কোয়েটার অদূরে বিস্ফোরণে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত কমপক্ষে ৩০। বেশকয়েকজনের অবস্থা গুরুতর। ফলে মৃতেরসংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিস জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল ইরান ফেরত তীর্থযাত্রী ভর্তি একটি বাস। 
রাস্তার ধারে একটি  ময়লার ভ্যাটে লুকিয়ে রাখা ছিল বোমা। বাসটি তার কাছাকাছি পৌঁছতেই, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় বলে দাবি স্থানীয় প্রশাসনের। তবে কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। 

.