মিনিটে ১২৭ জন পজেটিভ! ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৩ হাজার করোনা আক্রান্ত বিশ্বে

মাত্র ২৪ ঘন্টায় ১ লক্ষ ৮৩ হাজার ২০ জন করোনা আক্রান্ত।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jun 22, 2020, 12:20 PM IST
মিনিটে ১২৭ জন পজেটিভ! ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৮৩ হাজার করোনা আক্রান্ত বিশ্বে
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: মাত্র ২৪ ঘন্টায় ১ লক্ষ ৮৩ হাজার ২০ জন করোনা আক্রান্ত। অর্থাৎ বিশ্বে প্রতি ঘন্টায় নোভেল হানার শিকার ৭ হাজার ৬২৫ জনেরও বেশি। আর প্রতি মিনিটে ১২৭ জনেরও বেশি করোনা আক্রান্তর খবর মিলছে। যেখান থেকে সহজেই আন্দাজ করা য়ায় পরিস্থিতি কতটা ভয়াবহ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে একদিনে করোনা আক্রান্তের নিরিখে এটাই রেকর্ড। শেষ রেকর্ড আক্রান্তের খোঁজ মিলেছিল ১৮ জুন। আক্রান্তর সংখ্যা ছিল একদিনে ১ লক্ষ ৮১ হাজার ২৩২। কিন্তু সে রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লক্ষ ৮৩ হাজার ২০ জন।

আরও পড়ুন: করোনার নতুন নাম "কুং ফ্লু!" এবার চিনকে মার্শাল স্ট্রোক দিলেন ট্রাম্প

সারা বিশ্বে করোনা আক্রান্তর সংখ্যা এই মুহুর্তে ৮৭ লক্ষ ছাড়িয়েছে। ৪ লক্ষ ৬১ হাজারেরেও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত আমেরিকায়। ট্রাম্পের দেশে করোনা আক্রান্ত ২৩ লক্ষ ৫৬ হাজার ৬৫৭। তারপরেই স্থান ফুটবলের প্রাণকেন্দ্র ব্রাজিলের। সে দেশে করোনা আক্রান্ত ১০ লক্ষ ৮৬ হাজার ৯৯০। তৃতীয় বেহাল দেশ রাশিয়া। পুতিনের দেশে করোনা আক্রান্ত ৫ লক্ষ ৮৪ হাজার ৬৮০। আর চতূর্থ স্থান ভারতের। আক্রান্ত ৪ লক্ষ ২৫ হাজার ছাড়িয়েছে।

.