বিশ্বকাপে আর নেই নেইমার
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমার। যার ফলে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে কোমরে গুরুতর চোট পান দলের ওয়ান্ডার বয়। মাঠ ছাড়ার সময় ব্যাথায় কাতরাচ্ছিলেন নেইমার। মেরুদণ্ডের হার ভেঙে হাসপাতালে ভর্তি তিনি। প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন নেইমার। যার ফলে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে খেলতে পারবেন না তিনি। কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে কোমরে গুরুতর চোট পান দলের ওয়ান্ডার বয়। মাঠ ছাড়ার সময় ব্যাথায় কাতরাচ্ছিলেন নেইমার। মেরুদণ্ডের হার ভেঙে হাসপাতালে ভর্তি তিনি। প্রায় পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে।
বিশ্বকাপের খেতাবি দৌড়ে জোড়া ধাক্কা খেল ব্রাজিল। চোট পেয়ে জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে পারবেন না নেইমার। পাশাপাশি কার্ড সমস্যায় সেমিফাইনালে নেই অধিনায়ক থিয়াগো সিলভাও। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা নেইমারের চোট। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে জুয়ান জুনিগার হাঁটু নেইমারের কোমরে লাগে। আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে-সঙ্গে স্ট্রেচার করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় নেইমারকে। মাঠ ছাড়ার সময় কাতরাচ্ছিলেন তিনি। তারপর সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেইমারকে। ডাক্তারি রিপোর্ট অনুযায়ী মেরুদণ্ডের হাড় ভেঙেছে তাঁর। তারপরই কোচ লুই ফিলিপ স্কোলারি জানিয়েছেন সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলতে পারবেন না নেইমার। শুধু সেমিফাইনালই নয় ব্রাজিল ফাইনালে উঠলে সেই ম্যাচেও খেলতে পারবেন না তিনি বলে জানিয়েছেন স্কোলারি। অন্যদিকে জোড়া হলুদ কার্ড দেখায় জার্মানি ম্যাচে খেলতে পারবেন না থিয়াগো সিলভা।