শেষ ১৬-এর রাস্তা নিশ্চিত করতে আজ ক্লিন্সম্যানের দলের বিরুদ্ধে নামছে জার্মানরা

বৃহস্পতিবার রাতে গ্রুপ লিগের ম্যাচে ফের নামছে জার্মানি। প্রতিপক্ষ লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা মার্কিন যুক্তরাস্ট্র। এই ম্যাচ ড্র হলেই গ্রুপ জি থেকে পরবর্তী রাউন্ডে উঠবে এই দুই দল। গুরুত্বপূর্ণ ম্যাচে সবার নজর মার্কিন কোচ জুর্গেন ক্লিন্সম্যানের দিকে।

Updated By: Jun 26, 2014, 04:47 PM IST

বৃহস্পতিবার রাতে গ্রুপ লিগের ম্যাচে ফের নামছে জার্মানি। প্রতিপক্ষ লিগ টেবিলে দ্বিতীয়স্থানে থাকা মার্কিন যুক্তরাস্ট্র। এই ম্যাচ ড্র হলেই গ্রুপ জি থেকে পরবর্তী রাউন্ডে উঠবে এই দুই দল। গুরুত্বপূর্ণ ম্যাচে সবার নজর মার্কিন কোচ জুর্গেন ক্লিন্সম্যানের দিকে।

জার্মানি বনাম জুর্গেন ক্লিন্সম্যান। বৃহস্পতিবার রাতে রেকিফের এরিনার পারনামবুকোয়ে নিজের দেশকে থামাতে নামছেন ক্লিন্সম্যান। জার্মানির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এই মুহূর্তে ইউএসএর কোচ। আর বৃহস্পতিবার গ্রুপ লিগের শেষ ম্যাচে মুখোমুখি জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র। দেশ প্রেম দুরে সরিয়ে পেশাদার ক্লিন্সম্যান এই ম্যাচটা জিততে মরিয়া। দুদলই পকেটে চার পয়েন্ট নিয়ে এই ম্যাচটি খেলতে নামছে। ম্যাচ ড্র হওয়া মানে দু দলই প্রি-কোয়ার্টারে জায়গা পাকা করে ফেলবে। শেষ ম্যাচে ঘানার বিরুদ্ধে আটকে গিয়েছিল জোয়াকিম লোয়ের দল। তাই ডেম্পসিদের বিরুদ্ধে নামার আগে সাবধানী তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দল হিসেবে সাম্বার দেশে বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার জার্মানি। তবে লোর দলের রক্ষণের ফাঁক ফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ঘানার ফুটবলাররা। তাই মার্কিন হানা থামাতে রক্ষণ জমাট রাখাই চ্যালেঞ্জ জার্মানির। চোটের জন্য এই ম্যাচে অনিশ্চিত জেরম বোয়েতাং। সোয়াইনস্টাইগার, ক্রুস, লাম, গোটজে, ওজিল, মুলাররাই এই দলের বড় ভরসা। অন্যদিকে পর্তুগালের বিরুদ্ধে শেষ ম্যাচে ইনজুরি টাইমে গোল হজম না করলে ইতিমধ্যেই শেষ ষোলের টিকিট পাকা হয়ে যেত ইউএসএর। দল হিসেবে এবার চমক দিয়েছে ডেম্পসিরা। চোটের জন্য আলটিডোর খেলতে না পারলেও ক্লিন্সম্যানের দলকে সমীহ করতেই হবে।

বৃহস্পতিবারের ম্যাচের আগে মোট নয়বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ছটি ম্যাচ জিতেছে জার্মানি ও তিনটি ম্যাচ জিতেছে মার্কিনরা।

.