এক কামড়েই মেসি, নেইমারকে ছাপিয়ে গেলেন সুয়ারেজ
মেসি, নেইমার নন। বিশ্বকাপের আবহে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত নাম উরুগুয়ে স্ট্রাইকার লুই সুয়ারেজ। এক কামড়েই কামাল করে দিয়েছেন তিনি। বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন থেকে ফানি ভিডিও। সর্বত্রই ইস্যু সুয়ারেজ।
মেসি, নেইমার নন। বিশ্বকাপের আবহে বিশ্বজুড়ে এখন সবচেয়ে আলোচিত নাম উরুগুয়ে স্ট্রাইকার লুই সুয়ারেজ। এক কামড়েই কামাল করে দিয়েছেন তিনি। বহুজাতিক সংস্থার বিজ্ঞাপন থেকে ফানি ভিডিও। সর্বত্রই ইস্যু সুয়ারেজ।
ইতালিয়ান ডিফেন্ডার চিয়েলিনির যতই ব্যথা হোক, ফুটবল বিশ্বকে হাসির নতুন খোরাক যুগিয়েছে লুই সুয়ারেজের দাঁত। চিয়েলিনিকে কামড়ে দিয়ে ইতিমধ্যেই বিশ্বকাপের বাইরে উরুগুয়ে স্ট্রাইকার। আর এই কামড়েই, ব্যবসার সম্ভাবনা দেখছে একাধিক বহুজাতিক কোম্পানি।
জনপ্রিয় ফুড চেন সুয়ারেজকে পরামর্শ দিয়েছে, ইতালির ফুটবলারের কাঁধ ছেড়ে তাঁদের হ্যাপি মিল চেখে দেখতে।
সুয়ারেজকে ব্যবহার করে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চকোলেট কোম্পানিও।
কুকির বিজ্ঞাপণেও উরুগুয়ের স্ট্রাইকারের দাঁতের উল্লেখ।
পানীয়ের কোম্পানিও বোতল খোলার উপায় বাতলেছে দাঁতের ব্যবহারে।
সুয়ারেজকে ঘিরে বিশ্বজুড়ে ছড়িয়েছে টুইটারের ঝড়। রাতরাতি তৈরি হয়েছে একাধিক ফানি ভিডিও, অ্যানিমেটেড কার্টুন। কোথাও দেখানো হচ্ছে শয়তানের প্ররোচনায় বিপক্ষকে কামড়ে দিচ্ছেন সুয়ারেজ। কোথাও তাঁকে বিশেষ মুখোশ পরিয়ে মাঠে নামানোর পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি শিশুদের ভিডিওতেও ইস্যু সুয়ারেজ।