সান্ত্বনা পুরস্কারও পেল না ব্রাজিল, `মেরুদন্ডহীন` স্কোলারিদের হারিয়ে বিশ্বকাপের তৃতীয় স্থানে নেদারল্যান্ডস
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় হল নেদারল্যান্ডস। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভ্যান পার্সিরা তিন-শূণ্য গোলে হারিয়ে দেয় স্কোলারির দলকে। নেদারল্যান্ডসের পক্ষে গোলগুলি করেন ভ্যান পার্সি, ব্লাইন্ড ও উইজনালডাম।
ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় হল নেদারল্যান্ডস। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ভ্যান পার্সিরা তিন-শূণ্য গোলে হারিয়ে দেয় স্কোলারির দলকে। নেদারল্যান্ডসের পক্ষে গোলগুলি করেন ভ্যান পার্সি, ব্লাইন্ড ও উইজনালডাম।
ফের ব্যর্থ ব্রাজিল। জার্মানির কাছে সাত-এক গোলে হেরে ফাইনালে যেতে ব্যর্থ হয়েছিল স্কোলারির দল। সেই ধাক্কার রেশ কাটিয়ে উঠতে পারল না তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও। তিন-শূণ্য গোলে হেরে গেল নেদারল্যান্ডসের কাছে। ফলে দেশের মাটিতে বিশ্বকাপে থার্ড বয়ও হতে পারল না ব্রাজিল। এদিন ম্যাচের তিন মিনিটের মাথায় পেনাল্টি বক্সের মধ্যে আর্জেন রবেনকে থিয়াগো সিলভা ফাউল করায় পেনাল্টি পায় নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যান পার্সি। সতেরো মিনিটের মাথায় ডাচদের হয়ে গোল করে ব্যবধান বাড়াব ব্লাইন্ড। পরপর দুগোল খেয়ে কিছুটা নড়েচড়ে বসার চেষ্টা করেন স্কোলারির ছেলেরা। কিন্তু ডাচ ডিভেন্স আর ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে স্কোলারি হার্নানেস এবং হাল্ক নামিয়ে গোলের রাস্তা বার করার একটা মরিয়া চেষ্টা চালিয়েছিলেন কিন্তু লাভ কিছু হয়নি। উল্টে ব্রাজিল ডিফেন্সের দুর্বলতাকে কাজে লাগিয়ে ইনজুরি টাইমে গোল করে নেদারল্যান্ডসের পক্ষে ব্যবধান বাড়ান উইজনালডাম।