ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ২০২৩ সালের কম্প্রিহেনসিভ স্পেস সিটুয়েশনাল অ্যাসেসমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে।

Soumitra Sen
Apr 30,2024

মহাজাগতিক

সেই রিপোর্ট একটা আশ্চর্য তথ্য দিয়েছে। রিপোর্টটি জানাচ্ছে, ২০২৩ সালে ইসরো ২৩টি মহাজাগতিক সংঘাত এড়িয়েছে!

সংঘাত

এই সংঘাত এড়িয়ে সে বাঁচিয়েছে অনেকগুলি স্যাটেলাইটকে।

'স্পেস ট্র্যাফিক ম্যানেজমেন্ট'

'স্পেস ট্র্যাফিক ম্যানেজমেন্ট অ্যান্ড স্যাটেলইট অপারেশনে'র অংশ ইসরোর এই কাজ।

ইউএস স্পেস কমান্ড থেকে

রিপোর্টটা বলছে, এই সময়-পর্বে ইউএস স্পেস কমান্ড থেকে ইসরো ১ লক্ষ ৩৭ হাজার ৫৬৫টি ক্লোজ অ্যাপ্রোচ অ্যালার্ট পেয়েছিল।

তিন হাজারটির বেশি অ্যালার্ট

এর মধ্যে তিন হাজারটির বেশি অ্যালার্ট এরকম মহাজাগতিক বস্তুদের নিয়ে ছিল, যেগুলির পরস্পরের মধ্যে দূরত্ব মাত্র ১ কিমি!

নিরাপদই

ইসরোকে অবশ্য চন্দ্রযান-৩ এবং আদিত্য-এল১ নিয়ে এ বিষয়ে কোনও চিন্তা করতে হয়নি। এগুলি নিরাপদই ছিল।

সংঘাত-উপক্রম

আসলে মহাশূন্যে ইদানীং স্যাটেলাইটের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাই এই সংঘাত-উপক্রম।

পুনঃপ্রবেশ

ইসরোর এই রিপোর্টে অনেক কিছুর মধ্যে একটি জরুরি তথ্যও আছে। রিপোর্ট জানাচ্ছে, কক্ষচ্যুতি ঘটা উপগ্রহগুলির মধ্যে অন্তত ৮টি ভারতীয় স্যাটেলাইট ফের তাদের কক্ষপথে পুনঃপ্রবেশ করতে সক্ষম হয়েছে!

VIEW ALL

Read Next Story