বিশ্বকাপের ফটোশ্যুট

বিশ্বকাপ ফাইনালের আগে ট্রফির সঙ্গে ভারত এবং অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ফটোশ্যুট করেন।

বিশ্বকাপের ফটোশ্যুট

একদিকে রোহিত শর্মা, অন্যদিকে প্যাট কামিন্স আর তাঁদের মাঝখানে বিশ্বকাপের ট্রফি।

বিশ্বকাপের ফটোশ্যুট

যে জায়গাটিতে এই ফটোশ্যুটটি হয়েছে তা ছবিতে দেখেই বোঝা যাচ্ছে যে ঐতিহাসিক স্থান।

জায়গাটির নাম

জায়গাটির নাম আদালাজ কি ভাভ, আদালাজ কি বাওয়াডি, আদালাজ স্টেপওয়েল এবং রুদাবাই স্টেপওয়েল।

অবস্থান

এই জায়গাটি গুজরাতের রাজধানী গান্ধীনগরের আদালাজ গ্রামে অবস্থিত। যা আহমেদাবাদ থেকে বেশি দূরে নয়।

বিশ্বকাপের ফটোশ্যুট

যেহেতু এবারে বিশ্বকাপের ফাইনাল আহমেদাবাদে হয়েছিল, তাই এই ঐতিহাসিক ভবনটিকে ফটোশ্যুটের লোকেশন হিসাবে বেছে নেওয়া হয়।

কোন সময় এটি নির্মিত?

এই জায়গাটি ১৪৯৮ সালে বাঘেলা রাজবংশের রাজা রানা বীর সিংয়ের স্মৃতিতে তাঁর স্ত্রী রানী রুদাদেবী তৈরি করিয়ে ছিলেন।

জায়গার ব্যবহার

প্রাচীণকালে, স্টেপওয়েল তৈরী করা হয়েছিল বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য।

কীভাবে আসবেন?

গান্ধীনগর এবং আহমেদাবাদ হল এই জায়গা থেকে সবচেয়ে কাছের স্টেশন, বিমানযাত্রীদের আহমেদাবাদ এয়ারপোর্টে আসতে হবে।

VIEW ALL

Read Next Story