প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিজেপির মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় বার প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে মোদী। তিনি ইউপির বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অমিত শাহ

বিজেপির চাণক্য অমিত শাহ। মোদীর পর তিনি বিজেপির দ্বিতীয় বড় নেতা। এবারে লোকসভা নির্বাচনে তিনি গুজরাতের গান্ধীনগর থেকে লড়বেন।

রাহুল গান্ধী

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি কেরলের ওয়েনাড থেকে নির্বাচনে লড়বেন।

মল্লিকার্জুন খাড়গে

২৪ বছরের মধ্যে গান্ধী পরিবারের বাইরে কংগ্রেস সভাপতি হয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ভোটের ময়দানে এবার তিনি কঠিন প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন।

অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, আম আদমি পার্টির প্রধান। আসন্ন লোকসভা নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে লড়তে চলেছেন।

অখিলেখ যাদব

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।

নীতীশ কুমার

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ বছরের শুরুর দিকে তিনি ইন্ডিয়া জোট থেকে ইস্তফা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ লড়াইয়ে বাংলা অধিক আসন জিতে বিজেপি হতবাক করে দিয়েছিলেন।

শরদ পাওয়ার

প্রবীণ নেতা শরদ পাওয়ার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং চারবারের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।

এম কে স্ট্যালিন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দক্ষিণ রাজ্য থেকে বিরোধী জোটকে অত্যন্ত প্রয়োজনীয় নির্বাচনী উৎসাহ দেবেন বলে আশা করা হচ্ছে।

VIEW ALL

Read Next Story