লক্ষ্মীর আশীর্বাদ

প্রদীপ

লক্ষ্মীর কৃপা পেতে সন্ধ্যায় জ্বালান প্রদীপ।

তুলসী

তুলসীতলায় জল নিবেদন করলেও মেলে মায়ের কৃপা।

বিষ্ণুপূজা

ভগবান বিষ্ণুর পূজা করলেও মেলে মা লক্ষ্মীর কৃপা।

ধূপ-দীপ

ঘর রাখতে হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, ছেটান গঙ্গাজল, জ্বালুন ধূপ-দীপ।

শব্দহীন

মা লক্ষ্মী শব্দ পছন্দ করেন না। তাই পায়ের আওয়াজ করে হাঁটা বা বাসনকোসনের ঝনঝনানি শব্দ করা থেকে বিরত থাকুন।

শঙ্খ

শঙ্খ মা লক্ষ্মীর খুব প্রিয়। মায়ের ছবি মূর্তি বা পটের কাছে রাখুন একটি শাঁখ।

ঝিনুক

ঝিনুকও রাখতে পারেন মায়ের কাছে। ঝিনুক মা লক্ষ্মীর প্রিয়।

নৈবেদ্য

মা লক্ষ্মীর নৈবেদ্যে সাদা কিছু নিবেদন করুন-- পায়েস, মাখন, মিছরি, সাদা বাতাসা, ছানা বা সাদা সন্দেশ ইত্যাদি।

অপচয়ে না

মা লক্ষ্মী অপচয় পছন্দ করেন না। তাই খাবার বা অন্য কিছুই অপচয় করবেন না।

VIEW ALL

Read Next Story