বড়ঠাকুরের ক্রোধ

দরিদ্র

দরিদ্রকে পছন্দ করেন শনিদেব, ফলে গরিবকে অপছন্দ করবেন না, করলে শনি আপনাকে অপছন্দ করবে।

শনিকৃপা

শনিদেব তপস্যা পছন্দ করনে। তাই ধ্যান-জপ-তপস্যা-- এসবের মধ্যে থাকুন। শনির কৃপা পাবেন।

পশুপ্রেমী

প্রাণীদের উপর অত্যাচার করবেন না, শনি এটা একেবারেই পছন্দ করেন না।

সততাই পথ

অনাচার, অসততা, মিথ্যাচারণ, ব্যভিচার-- এসব থেকে লক্ষ যোজন দূরে থাকুন।

নেশা থেকে দূরে

যে কোনও ধরনের নেশা থেকে দূরে থাকুন। থাকলে শনির অমিত কৃপা মেলে। আর না থাকলেই কিন্তু বিপদ!

অগোছালো নয়

শনি খুব পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। তাই একেবারেই অগোছালো থাকবেন না।

নিয়মনিষ্ঠ

জীবনযাপনে খুব নিয়মনিষ্ঠ থাকুন। শনি নিয়মনিষ্ঠা পছন্দ করেন।

পরিশ্রম

শনির আশীর্বাদ অবশ্যই চাইবেন। কিন্তু তার মানে এই নয় যে, আপনি আলস্যে দিনযাপন করবেন আর শনি আপনাকে সাফল্যে ভরিয়ে দেবেন!

খাদ্যাভ্যাস

খাওয়া-দাওয়ার বিষয়ে শনি খুব খুঁতখুঁতে। তাঁর কৃপা পেতে হলে খাওয়া-দাওয়া একটু ভেবেচিন্তেই করুন।

VIEW ALL

Read Next Story