গুণাগুণ

ঘি খাওয়ার বেশ কিছু গুণাগুণ আছে। বিশেষ করে ত্বকের জন্য ঘি খুবই ভালো। জেনে নিন ঘি ভালো ত্বক পেতে কীভাবে সাহায্য করে।

হাইড্রেশন

খাবারের সঙ্গে ঘি খেলে, তা আপনার ত্বক নরম করে। পাশাপাশি ঘি আপনার ত্বককে হাইড্রেটেড করে।

প্রাকৃতীক সৌন্দর্য্য

আপনি যদি মেক আপ ছাড়াই, ন্যাচারাল ভাবে সুন্দর হতে চান তবে ঘি আপনাকে এই কাজে সাহায্য করে।

কালো দাগ কমায়

ত্বকে কোনও রকম কালো দাগ থাকলে, ঘি খেলে সেই দাগ সহজেই চলে যাবে।

আর্দ্রতা বাড়ায়

সামনেই শীত, ত্বক এই সময় শুষ্ক হয়ে যায়। ঘি আপনার ত্বকে আর্দ্রতা ফিরিয়ে আনতে সাহায্য় করে।

ঠান্ডা লাগা কমায়

গলা খুশখুশ, ঠান্ডা লাগা থেকে বাঁচতে গরম দুধের সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন।

ঠোঁট ফাটা থেকে বাঁচায়

ত্বকের পাশাপাশি শীতে আমাদের ঠোঁটও শুষ্ক হয়ে যায়। ঠোঁট ফাটার সমস্যা থেকেও ঘি আপনাকে রক্ষা করবে।

ডার্ক সার্কেল কমায়

চোখের তলায় কালো দাগ বা চলতি ভাষায় ডার্ক সার্কেল কমাতেও ঘি সাহায্য করে।

ক্ষত সারায়

শরীরে কোনও রকম ছোট ক্ষতের সৃষ্টি হলে সেই সমস্য়া থেকেও ঘি আপনাকে বাঁচাবে।

VIEW ALL

Read Next Story