অন্নকূট এবং গোবর্ধন পুজো

দীপাবলির দ্বিতীয় দিন পালন করা হয় অন্নকূট এবং গোবর্ধন পুজো। মূলত এটি প্রকৃতির উপাসনা, যা ভগবান শ্রী কৃষ্ণ শুরু করেছিলেন।

গোবর্ধন পুজো

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে গোবর্ধন পুজো করা হয়।

গোবর্ধন পুজো

প্রকৃতির উপাসনার সঙ্গে এইদিন গরুকে সমাজের ভিত্তি হিসাবে পুজো করা হয়।

গোবর্ধন পুজো

গোবর, মাটি দিয়ে তৈরি করা হয় গোবর্ধন পাহাড়ের প্রতিমূর্তি। সেই পাহাড় এবং শ্রীকৃষ্ণের উপাসনা করা হয় এই দিন।

অন্নকূট উৎসব

গোবর্ধন পুজোর সঙ্গেই পালন হয় অন্নকূট। অন্ন অর্থাৎ ভাত বা ভোগপ্রসাদের অন্যান্য উপাদান দিয়ে তৈরি করা হয় কূট বা পাহাড়।

অন্নকূট উৎসব

হিন্দু পুরাণ মতে, দীপাবলির পরের দিন শ্রীকৃষ্ণ এক আঙুলে গিরি গোবর্ধন পর্বত তুলে ভক্তদের প্রবল বৃষ্টির থেকে বাঁচান।

অন্নকূট উৎসব

রীতি অনুসারে এদিন শ্রীকৃষ্ণের পুজোর পর ৫৬ ভোগ দিয়ে তাঁকে অন্নকূট নিবেদন করতে হয়।

বৃন্দাবনে গোবর্ধন পুজো

মথুরা, বৃন্দাবন-সহ উত্তর ভারতে গোবর্ধন পুজো বিশেষ ধুমধামের সঙ্গে পালিত হয়।

কলকাতায় অন্নকূট উৎসব

কলকাতার অনেক মন্দির ও পরিবারে অন্নকূট উৎসব পালন করা হয়।

সুখ-শান্তি

মনে করা হয়, এই পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।

VIEW ALL

Read Next Story