একাই একশো, সুস্বাস্থ্যে দারুণ উপকারী ছাতুর শরবত!

সুস্বাস্থ্যে ছাতু!

ছাতুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ও মিনারেল।

সুস্বাস্থ্যে ছাতু!

নিরামিশাষীদের জন্য প্রয়োজনীয় প্রোটিনের অন্যতম উৎস হল ছাতু যা কিনা উদ্ভিজ্জ প্রোটিন।

সুস্বাস্থ্যে ছাতু!

ছাতুতে থাকা প্রচুর পরিমাণে ফাইবার পরিপাক ভালো করে। কোষ্টকাঠিন্য দূর করে।

সুস্বাস্থ্যে ছাতু!

প্রোটিন ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের সংমিশ্রণে ছাতু ভীষণ ভালো এনার্জি সোর্স। যা সারাদিন এনার্জি লেভেলকে ধরে রাখে।

সুস্বাস্থ্যে ছাতু!

ছাতুতে থাকা ইলেক্ট্রোলাইট শরীরের হাইড্রেশন করে। তাই গরমকালে খুবই উপাদেয় ছাতুর শরবত।

সুস্বাস্থ্যে ছাতু!

প্রোটিন ও ফাইবার বেশি থাকলেও ছাতু খুবই লো ক্যালোরি ও ফ্য়াটযুক্ত। ফলে ওজন কমানোর ক্ষেত্রেও দারুণ কার্যকরী।

সুস্বাস্থ্যে ছাতু!

ডায়াবেটিক রোগীদের জন্যও ছাতু খুব উপকারী। কারণ ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় তা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

সুস্বাস্থ্যে ছাতু!

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)

VIEW ALL

Read Next Story