৭ বলি তারকা যারা আসলে ইঞ্জিনিয়ার...

সুশান্ত সিং রাজপুত

দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি ছিলেন মেধাবী কৃতী ছাত্রও। সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় সপ্তম স্থান অর্জন করেন। দিল্লি টেকনিক্যাল ইউনিভারসিটি থেকে স্নাতক হন।

ভিকি কৌশল

মুম্বইয়ের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশনে স্নাতক।

কৃতী শ্যানন

সিনেমায় নামার আগে নয়ডার জেপি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে বিটেক করেন তিনি।

আর মাধবন

কোলাপুরের রাজারাম কলেজ থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক আর মাধবনয পাশাপশি, পাবলিক স্পিকিংয়ের উপও ডিগ্রি রয়েছে তাঁর।

তাপসী পান্নু

নিউ দিল্লির গুরু তেগ বাহাদুর ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক তাপসী।

সোন সুদ

পরিযায়ী শ্রমিকদের 'মসিহা'ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। নাগপুরের যশবন্তরাও চহ্বন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তনী তিনি।

কার্তিক আরিয়ান

মুম্বইয়ের ডি ওয়াই পাটিল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে বায়োটেকনোলজিতে গ্র্যাজুয়েশন করতেই টিনসেল টাউনে আসা 'পেয়ার কা পাঞ্চনামা' তারকার।

VIEW ALL

Read Next Story