সুন্দরবন

সুন্দরবন

সুন্দরবনপ্রেমটা যদিও একেবারে নতুন নয়, তবুও দু`জনের চরম ব্যস্ততা জীবন থেকে ভালবাসার সময়টুকু নির্মম ভাবে কেড়ে নিয়েছে। হাতের কাছে যখন হঠাৎ পাওয়া ছুটিটাকে এবার আর বৃথা যেতে দেবেন না। সময়ের প্রতিটা মুহূর্তকে আরও গভীর করে তোলার জন্য সুন্দরবন হতেই পারে পারফেক্ট ডেসটিনেশন।

সুন্দরবনঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ, ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরী সুন্দরবন। কলকাতার খুব কাছে ভারতের মাত্র দুটি বায়োস্ফিয়ার রিজার্ভের অন্যতম সুন্দরবনে `বাঘে-মানুষে`-এর মিলিত অবস্থান। স্থলে বাঘ আর জলে কুমীর নিয়ে সুন্দরী, গরান, গেঁওয়া, হিজলের বনের গর্বিত অবস্থান। সঙ্গে রয়েছে হরিণ, কাঁকড়া, মাড স্কিপারের ঝাঁক। ছোট্ট দ্বীপ গুলোর মাঝের ছোট্ট ছোট্ট সংকীর্ণ খাঁড়ি গুলো নদীর সঙ্গে এই জঙ্গলের গোপন প্রেমের হদিশ দিয়ে যায়। প্রেমের ছুটির ফাঁকে নিজেদের মধ্যে ঘুমিয়ে থাকা জংলী প্রেমকে নতুন করে আবিষ্কার করার জন্য সুন্দরবনের থেকে সুন্দর ডেস্টিনেশন আর কিছু হতেই পারে না। অরণ্যের নিঝুম রাত্রির নিস্তব্ধতা ভেদ করা কোন `না-মানুষী` চিৎকার সমস্ত জাগতিক প্রেমকেই এক বিন্দুতে নিয়ে আসে।

First Published: Thursday, February 07, 2013, 17:24


comments powered by Disqus