Budget 2021: Nirmala-র ঘোষণায় দাম বাড়ল কোন জিনিসের, সস্তা হল কোন পণ্য?

এবার বাজেটে করোনা টিকার(Covid Vaccine) জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা

Updated By: Feb 1, 2021, 04:44 PM IST
Budget 2021: Nirmala-র ঘোষণায় দাম বাড়ল কোন জিনিসের, সস্তা হল কোন পণ্য?

নিজস্ব প্রতিবেদন: করোনা পরিস্থিতিতে কড়া চ্যালেঞ্জ মাথায় নিয়ে এবার সাধারণ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাংলায় বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যের সড়ক উন্নয়নে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করল সরকার।

আরও পড়ুন-নির্মলার Budget 2021-এ বাংলার জন্য বরাদ্দে জোর, কী কী পেল রাজ্য?

এবার বাজেটে করোনা টিকার(Covid Vaccine) জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা, উজ্জ্বলা যোজনা(Ujjwala Yojona) দেওয়া হচ্ছে আরও ১ কোটি ঘরে রান্নার গ্যাসের সংযোগ, স্বাস্থ্য পরিষেবা ১৩৭ শতাংশ বরাদ্দ বাড়ান হয়েছে, বিমায় বাড়ানো হয়েছে বিদেশি বিনিয়োগ(FDI)। পাশাপাশি, দেশের ৭৫ বছরের বেশি বয়সের মানুষদের আর কর দিতে হবে না।

এসব তো রয়েইছে। কিন্তু আমজনতার ভাবনা, নির্মলা সীতারামনের(Nirmala Sitharaman) বাজেটে কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিস সস্তা হল।

আরও পড়ুন-Budget 2021: 'সেস' বসছে পেট্রল-ডিজেলে, তবে না-ও বাড়তে পারে দাম

দাম বাড়ল কোন জিনিসের

মোবাইল ফোন, চার্জার, পাওয়ার ব্যাঙ্ক।

বিদেশি সিল্ক(বসছে ১০ শতাংশ শুল্ক)।

সোলার ইনভার্টার(শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২০ শতাংশ)। সোলার আলো(শুল্ক ৫ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ১৫ শতাংশ)।

চামড়াজাত পণ্য, গহনায় ব্যবহৃত পাথর, টানেল খোঁড়ার যন্ত্র, কাবুলি চানা, ইউরিয়া, অটোর যন্ত্রাংশ। তুলোর ওপরে বসছে শুল্ক। ফলে বাড়তে পারে দাম।

পেট্রোল, ডিজেলে বসছে কৃষি সেস। পেট্রোলের উপরে লিটারপিছু ২.৫ টাকা ও ডিজেলে লিটারপিছু ৪ টাকা সেস বসছে। ফলে দাম বাড়ার সম্ভাবনা থাকলেও তা বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন সীতারামন। 

সস্তা হল

লোহা, ইস্পাত, নাইলনের কাপড়, তামার জিনিস, বিমা, জুতো, কৃষি যন্ত্রপাতি।

বদল হচ্ছে শুল্ক কাঠামো। ফলে দাম কমতে পারে সোনা, রুপোর।

.