এক মাসেই ৬৫ শতাংশ দাম কমে মোবাইলের!

অনেকদিন ধরে একই মোবাইল ব্যাবহার করে বোর হয়ে গেছেন? ভাবছেন পালটাবেন? তাহলে কিন্তু সাবধান।

Updated By: Jun 17, 2016, 04:49 PM IST
এক মাসেই ৬৫ শতাংশ দাম কমে মোবাইলের!

ওয়েব ডেস্ক : অনেকদিন ধরে একই মোবাইল ব্যাবহার করে বোর হয়ে গেছেন? ভাবছেন পালটাবেন? তাহলে কিন্তু সাবধান।

সম্প্রতি, একটি মার্কিন সংস্থার সমীক্ষায় উঠে এসেছে মোবাইল ফোন বিশেষ করে অ্যানরয়েড সেটের ক্ষেত্রে তার ফেস ভ্যালু এক মাসের মধ্যেই প্রায় ৬৫ শতাংশ কমে যায়। অর্থাত্‍ মোবাইলের দাম যদি হয় ১০ হাজার টাকা, প্রথম মাস পরই তার ফেসভ্যালু কমে যায় প্রায় ৬৫ শতাংশ।

কারণ হিসেবে বলা হচ্ছে, এক সংস্থা নতুন একটি ফোনের মডেল লঞ্চ করার এক মাসের মধ্যেই আরও পাঁচটি সংস্থা তাদের উচ্চ প্রযুক্তি যুক্ত নতুন নতুন সেট বের করে ফেলে। আর এর ফলেই ১ মাসের পুরনো সেটটির দাম কমে যায়।

বর্তমানে এই ট্রেন্ডটি শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে একই ভাবে প্রচলিত। তবে, আইফোনের ক্ষেত্রে এই বিষয়টি সেভাবে প্রযজ্য নয় বলেই সংস্থাটি জানিয়েছে।

.