আর ফ্রী নয় Google Photos, ১লা জুন থেকে স্টোরেজ কিনতে লাগবে টাকা

প্রতি ফটোতে কত টাকা লাগবে?

Updated By: May 9, 2021, 07:37 AM IST
আর ফ্রী নয় Google Photos, ১লা জুন থেকে স্টোরেজ কিনতে লাগবে টাকা

নিজস্ব প্রতিবেদন: এতদিন সমস্ত ফটো ডিভাইস থেকে মুছে ফেলার পরেও গুগল ফটোসের (Google Photos) অনলাইন ফ্রী ক্লাউড স্টোরেজে রাখা যেত। কিন্তু আনলিমিটেড স্টোরেজের সেই সুবিধা শেষ হতে চলেছে পয়লা জুন থেকেই। টেক জায়েন্ট গুগল (Google) ইতিমধ্যেই ঘোষণা করেছে, পয়লা জুন থেকে শুধুমাত্র ১৫ জিবি ক্লাউড স্টোরেজ (Cloud Storage) ফ্রীতে পাবেন গ্রাহকরা। তার বেশি হয়ে গেলেই টাকা দিয়ে স্টোরেজ কিনতে হবে।

আরও পড়ুন:  এবার ড্রোনের মাধ্য়মে বাড়ির দরজায় টিকা? পথ দেখাচ্ছে তেলেঙ্গানা সরকার

১৫ জিবি পেরিয়ে গেলে গুগলে ক্লাউডে ফটো সেভ করতে গেলে প্রতি মাসে ১৪৬ টাকা দিতে হবে। বছেরের একেবারে সাবস্ক্রিপশন নিতে গেলে ১৪৬৪ টাকা দিতে হবে। উল্লেখ্য, এই চার্জ কেবল নতুন ফটো-ভিডিও সেভ করার জন্য। অর্থাৎ আপনার পুরনো ফটো-ভিডিও আগের মতোই সেভড্ থাকবে। যদিও গুগল পিক্সেল (Google Pixel) ফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে এই নিয়ম হবে না। তাঁরা আগের মতোই ফ্রী স্টোরেজ পাবেন।

.