মোবাইলে ভিডিও দেখেন? যেকোনও মুহূর্তে আপনি গ্রেফতার হতে পারেন!
নিজের সখের স্মার্টফোনটিতে মাঝেমধ্যেই ইউটিউবে ভিডিও দেখেন? গুগল বা ফেসবুকে আপলোড করা ভিডিও-ও দেখেন নিশ্চই। তাহলে এবার এই বিপদের আশঙ্কাগুলোও জেনে রাখুন।
ওয়েব ডেস্ক : নিজের সখের স্মার্টফোনটিতে মাঝেমধ্যেই ইউটিউবে ভিডিও দেখেন? গুগল বা ফেসবুকে আপলোড করা ভিডিও-ও দেখেন নিশ্চই। তাহলে এবার এই বিপদের আশঙ্কাগুলোও জেনে রাখুন।
সম্প্রতি, একটি সমীক্ষায় বলা হয়েছে অনলাইন ভিডিও দেখার ক্ষেত্রে অতি সহজেই আপনি মোবাইল থেকে হারাতে পারেন আপনার সমস্ত ডেটা। এমনকী আপনি নিজের অজান্তেই চলে আসতে পারেন সাইবার ক্রাইমের আওতায়। গ্রেফতারও হতে পারেন।
কারণ হিসেবে ওই সমীক্ষায় বলা হচ্ছে ফোনে ভিডিও দেখার সময় ভয়েস রেকগনিসনের মাধ্যমে অতি সহজেই গুগল আপনার ফোনের সঙ্গে হ্যাকারদের ফোনকে যুক্ত করে ফেলতে পারে। আর এর মাধ্যেই আপনি যেমন খোয়াতে পারেন গুরুত্বপূর্ণ ডেটা, তেমনই পড়তে পারেন সাইবার ক্রাইমের জালে। তাই এখনই নিজের ফোনে অনলাইন ভিডিও দেখার সময় সাবধান হয়ে যান।