স্লো মোশান ভিডিও রেকর্ডিং-সহ একাধিক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Redmi K20!

এই ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল (Sony IMX586 প্রাইমারি সেন্সার) রিয়ার ক্যামেরা আর ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা!

Updated By: May 21, 2019, 12:06 PM IST
স্লো মোশান ভিডিও রেকর্ডিং-সহ একাধিক আকর্ষণীয় ফিচার দিচ্ছে Redmi K20!
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ২৮ মে একটি ইভেন্টে লঞ্চ করছে Xiaomi-র নতুন স্মার্টফোন Redmi K20। ৬ জিবি RAM + ১২৮ জিবি আর ৮ জিবি RAM + ২৫৬ জিবি— এই দু’রকম ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi K20। ফোনটির মূল আকর্ষণ হল এর ৪৮ মেগাপিক্সেল (Sony IMX586 প্রাইমারি সেন্সার) রিয়ার ক্যামেরা আর ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা। এ ছাড়াও রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। আসুন এ বার এক নজরে দেখে নেওয়া যাক Redmi K20-এর স্পেসিফিকেশন...

Redmi K20-এর স্পেসিফিকেশন:

১) ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশেরও বেশি।

২) জানা গিয়েছে, দু’রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৮ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ— এই দু’রকম ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে Redmi K20।

৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৮৫৫ চিপসেট।

৪) জানা গিয়েছে, ছবি তোলার জন্য থাকবে ৪৮ মেগাপিক্সেল (Sony IMX586 প্রাইমারি সেন্সার) + ১৩ মেগাপিক্সেল (আলট্রাওয়াইড সেন্সার) + ৮ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সার) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Redmi Note 7S!

সোশ্যাল মিডিয়া একটি পোস্টে Redmi প্রধান লু ওয়েইবিং জানিয়েছেন, Redmi K20 ফোনে থাকছে ৯৬০ fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট। থাকছে স্লো মোশান ভিডিও রেকর্ডিং-এর বিশেষ ফিচার।

.