কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড? জেনে নিন নিজেই

অসাধু ব্যক্তিদের জন্য আপনার আধার নম্বর ঠিক কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা জানাটা এখন খুবই প্রয়োজনীয়। এমনটা হতেই পারে, আপনার আধার নম্বর ব্যবহার করে অসাধু ব্যক্তিরা কোনও খারাপ কাজ করছে।

Updated By: Dec 10, 2017, 03:24 PM IST
কোথায় কোথায় ব্যবহার হয়েছে আপনার আধার কার্ড? জেনে নিন নিজেই

নিজস্ব প্রতিবেদন: সরকারের নির্দেশে এখন যাবতীয় সমস্ত কিছুতেই আধার নম্বর বাধ্যতামূলক হয়ে গিয়েছে। মোবাইল নম্বর থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছুর সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা খুবই জরুরি। ‘সবকিছুতে আধার নম্বর বাধ্যতামূলক’, সরকারের এই নির্দেশের অপব্যবহার করছে কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা। যেকোনও কিছুতেই আপনাকে বাধ্য করছে আধার নম্বর দেওয়ার জন্য। অসাধু ব্যক্তিদের জন্য আপনার আধার নম্বর ঠিক কোথায় কোথায় ব্যবহার হয়েছে, তা জানাটা এখন খুবই প্রয়োজনীয়। এমনটা হতেই পারে, আপনার আধার নম্বর ব্যবহার করে অসাধু ব্যক্তিরা কোনও খারাপ কাজ করছে। তাই এবার নিজেই জেনে নিন, ঠিক কোথায় কোথায় আপনার আধার নম্বর ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন : ১৩০০টি ব্রাঞ্চের নাম এবং IFSC কোড বদলাচ্ছে স্টেট ব্যাঙ্ক

কীভাবে জানবেন কোথায় কোথায় আপনার আধার ব্যবহার হয়েছে? জেনে নিন-

১) প্রথমে আধার অথেন্টিকেশন হিস্ট্রি পেজ https://resident.uidai.gov.in/notification-aadhaar -এ ক্লিক করুন।
২) এবার সেখানে আপনার আধার নম্বর এবং সিকিউরিটি কোড দিন।
৩) ‘generate OTP’-তে ক্লিক করুন।
৪) এবার আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে OTP চলে আসবে।
৫) এবার সেই OTP দিন এবং ‘submit’ অপশনে ক্লিক করুন।
৬) সমস্ত আধার অথেন্টিকেশন রিকোয়েস্টের তারিখ এবং সময় আপনি দেখতে পেয়ে যাবেন।

দেওয়া তথ্যে যদি কিছু আপনার অসঙ্গতিপূর্ণ মনে হয়, তাহলে আপনার আধার ইনফরমেশন অনলাইন লক-আনলক করতে পারবেন।

আরও পড়ুন : সবথেকে কম খরচে রিচার্জ প্ল্যান এয়ারটেলের

.