অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব শীঘ্রই হোয়াটস অ্যাপে দারুণ সুবিধা পেতে চলেছেন
![অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব শীঘ্রই হোয়াটস অ্যাপে দারুণ সুবিধা পেতে চলেছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা খুব শীঘ্রই হোয়াটস অ্যাপে দারুণ সুবিধা পেতে চলেছেন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/19/94025-whatsapp-19-9-17.jpg)
ওয়েব ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়, আইফোন ব্যবহারকারীরা যে সমস্ত ফিচার্স পেয়ে থাকেন, তা পান না অন্যান্য অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা। এমনকী অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও অনেক সুবিধা পান না। এবার হোয়াটস অ্যাপের যে সুবিধাটি আইওএস ব্যবহারকারীরা পেতেন, সেই সুবিধাই পেতে চলেছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও।
মেসেজিং সাইটগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হোয়াটস অ্যাপ। এতদিন হোয়াটস অ্যাপের ‘চ্যাট ডেটা স্টোরেজ’ সুবিধাটি শুধুমাত্র আইওএস ব্যবহারকারীরা পেতেন। খুব শীঘ্রই সেই সুবিধা পেতে চলেছেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও। সুবিধাটি পেতে, হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের সেটিংসে গিয়ে স্টোরেজ ইউসেজ অপশনে যেতে হবে। সেখানেই ‘চ্যাট ডেটা স্টোরেজ’ অপশনটি পেয়ে যাবেন।
‘চ্যাট ডেটা স্টোরেজ’ ফিচারটির মাধ্যমে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কোন চ্যাটটির জন্য কত ডেটা স্টোরেজ ব্যবহার হয়েছে।