এবার মুহূর্তের মধ্যে হোয়াটস অ্যাপে ভয়েস থেকে ভিডিও কলে পরিবর্তন

হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার দারুণ খবর। দারুণ একটি ফিচার নিয়ে এল ফেসবুক পরিচালিত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

Updated By: Nov 17, 2017, 03:07 PM IST
এবার মুহূর্তের মধ্যে হোয়াটস অ্যাপে ভয়েস থেকে ভিডিও কলে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদন: হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য এবার দারুণ খবর। দারুণ একটি ফিচার নিয়ে এল ফেসবুক পরিচালিত জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ।

আরও পড়ুন : মাত্র ৫ হাজার টাকায় পেতে পারেন Samsung galaxy S7!

সূত্রের খবর জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য হোয়াটস অ্যাপ অসাধারণ একটি ফিচার নিয়ে আসছে। হোয়াটস অ্যাপে যোগ হচ্ছে নতুন একটি বাটন। এর মাধ্যমে আপনি মুহূর্তের মধ্যে ভয়েস কল থেকে ভিডিও কলকে পরিবর্তন করতে পারবেন। আরও জানা গিয়েছে, যদি ব্যবহারকারীরা চান, তাহলে ভিডিও কল রিজেক্টও করতে পারবেন তাঁরা। যদিও হোয়াটস অ্যাপের এই ফিচারের কাজ এখনও চলছে। এরই সঙ্গে একটি ভিডিও কীভাবে মিউট করে দেওয়া যায়, তারও কাজ চালাচ্ছে হোয়াটস অ্যাপ। খবর এমনটাই।

আরও পড়ুন : দ্বিগুণেরও বেশি হল টুইটারের ডিসপ্লে নেমের অক্ষর সীমা

প্রসঙ্গত, ব্যবহারকারীদের জন্য সম্প্রতি নতুন বেশ কয়েকটি ফিচার নিয়ে এসেছে হোয়াটস অ্যাপ। ‘DELETE FOR EVERYONE’ ফিচারের মাধ্যমে আপনি পাঠিয়ে দেওয়া মেসেজ মুছে ফেলতে পারবেন।

 

.