এতদিন যেটা চাইছিলেন, এবার সেটাই আনছে হোয়াটসঅ্যাপ

মুহূর্তে মুহূর্তেই যারা নিজেদের হোয়টঅ্যাপ স্ট্যাটাস বদলাতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন থেকে আর লেখা এবং স্মাইলির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, আগামী দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারবেন নিজের ছবি এবং পছন্দের ভিডিও। হোয়াটসঅ্যাপের নিউ ভার্সনে এই আকর্ষনীয় ফিচার এনে আসলে দুই প্রতিদ্বন্দ্বী টুইটার এবং স্ন্যাপচ্যাটকে কার্যত হুঁশিয়ারিই দিতে চাইছে এই চ্যাটিং অ্যাপ। উল্লেখ্য হোয়াটসঅ্যাপে এই ফিচার প্রথম আপডেট হলেও ইন্সটাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মত ফটো বেসড চ্যাট অ্যাপলিকেশনে স্ট্যাটাসে ফটো এবং ভিডিও আপলোড করারা অপশন রয়েছে অনেক আগে থেকেই। (টেলিকম দুনিয়ার নবজাগরণের যুগে নোকিয়া '৩৩১০' এর পুনর্জন্ম)

Updated By: Feb 15, 2017, 05:18 PM IST
এতদিন যেটা চাইছিলেন, এবার সেটাই আনছে হোয়াটসঅ্যাপ

ওয়েব ডেস্ক: মুহূর্তে মুহূর্তেই যারা নিজেদের হোয়টঅ্যাপ স্ট্যাটাস বদলাতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এখন থেকে আর লেখা এবং স্মাইলির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, আগামী দিনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিতে পারবেন নিজের ছবি এবং পছন্দের ভিডিও। হোয়াটসঅ্যাপের নিউ ভার্সনে এই আকর্ষনীয় ফিচার এনে আসলে দুই প্রতিদ্বন্দ্বী টুইটার এবং স্ন্যাপচ্যাটকে কার্যত হুঁশিয়ারিই দিতে চাইছে এই চ্যাটিং অ্যাপ। উল্লেখ্য হোয়াটসঅ্যাপে এই ফিচার প্রথম আপডেট হলেও ইন্সটাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মত ফটো বেসড চ্যাট অ্যাপলিকেশনে স্ট্যাটাসে ফটো এবং ভিডিও আপলোড করারা অপশন রয়েছে অনেক আগে থেকেই। (টেলিকম দুনিয়ার নবজাগরণের যুগে নোকিয়া '৩৩১০' এর পুনর্জন্ম)

.