WhatsApp-এ একাধিক নতুন ফিচার! আপনি জানেন তো?

একের পর এক আপডেট, ফিচার আনছে WhatsApp। আপনি এ বিষয়ে অবগত আছেন তো?

Updated By: Jul 16, 2018, 10:12 AM IST
WhatsApp-এ একাধিক নতুন ফিচার! আপনি জানেন তো?

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি WhatsApp-এ চালু হয়েছে গ্রুপ ভিডিও কলিংয়ের ফিচার। এবার আরও নতুন অপশন আনতে চলেছে সংস্থা। ‘মার্ক অ্যাস রিড’ অপশন চালু হচ্ছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ-এ। এই অপশনের সাহায্যে আপনি নোটিফিকেশন বার থেকেই নতুন ম্যাসেজটিকে ‘Read’ মার্ক করে রাখতে পারবেন। ম্যাসেজ এলে যাঁরা বারবার WhatsApp খুলে দেখতে পছন্দ করেন না, এই নতুন অপশনটি তাঁদের জন্য বিশেষ কার্যকরী হবে।

এ ছাড়াও নতুন একটি ‘মিউট’ অপশন পেতে চলেছেন WhatsApp ব্যবহারকারীরা। এই অপশনের সাহায্যে গ্রাহকরা যে কোনও চ্যাট মিউট করতে পারবেন বিনা নোটিফিকেশনে।

আরও পড়ুন: চালু হল WhatsApp-এর নতুন ফিচার! বাড়ল গ্রুপ অ্যাডমিনের ক্ষমতা

ভুয়ো তথ্যের আদানপ্রদান বন্ধ করতে একটি নতুন ‘সাসপিসাস লিঙ্ক ডিটেকশন’ নামের নতুন একটি ফিচার আনতে চলেছে WhatsApp। কোনও খবরের লিঙ্ক যাচাই করে সেটি সত্যি কিনা তা বলে দেবে এই ফিচার। এ ছাড়াও নতুন ভাবে একটি ‘ফরওয়ার্ডেড’ অপশন চালু হতে চলেছে এই মেসেজিং অ্যাপ-এ। যে কোনও ফরওয়ার্ড করা ম্যাসেজের উপরেই লেখা থাকবে ‘ফরওয়ার্ডেড’ কথাটি। এখানে ক্লিক করেই ফের ফরওয়ার্ড করা যাবে কোনও ফরওয়ার্ড করা ম্যাসেজ। এই ফিচারটি WhatsApp-এর নতুন আপডেটেড ভার্সনে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে।

.