এসে গেল 'Voice Message Preview', পাঠানোর আগে দেখে নিন কী বললেন

এই নতুন বৈশিষ্ট্য, ব্যবহারকারীদেরকে মেসেজ পাঠানোর আগে তাদের ভয়েস বার্তাগুলি হোয়াটসঅ্যাপে প্রিভিউ করার অনুমতি দেবে

Updated By: Dec 15, 2021, 02:41 PM IST
এসে গেল 'Voice Message Preview', পাঠানোর আগে দেখে নিন কী বললেন

নিজস্ব প্রতিবেদন: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এখন থেকে ভয়েস মেসেজ পাঠানোর আগে তাদের সেই বার্তাগুলি একবার শুনে নিতে পারবেন। মেটা-মালিকানাধীন WhatsApp মঙ্গলবার ঘোষণা করেছে তারা ভারতীয় ব্যবহারকারীদের জন্য এই নতুন 'ভয়েস মেসেজ প্রিভিউ' পরিষেবা চালু করছে।

আরও পড়ুন: Free Recharge: টিকাকরণের সাফল্যে ৩ মাস ফোনে ফ্রি রিচার্জ দেবে সরকার? কীভাবে পাওয়া যাচ্ছে?

তারা জানিয়েছে যে এই নতুন বৈশিষ্ট্য, ব্যবহারকারীদেরকে মেসেজ পাঠানোর আগে তাদের ভয়েস বার্তাগুলি হোয়াটসঅ্যাপে প্রিভিউ করার অনুমতি দেবে। WhatsApp-একটি বার্তায় জানিয়েছে  ভয়েস মেসেগ একটি গুরুত্বপূর্ণ বিশিষ্ট এবং লিখিত মেসেজের তুলনায় এই ভয়েস মেসেজ দুজন গ্রাহককে আরও বেশি কাছাকাছি নিয়ে আসতে সাহায্য করে। 

আরও পড়ুন: সাবধান! গুগল প্লে স্টোরে 'ঘাপটি মেরে' বসে নয়া Malware, কবজায় ৩ লাখ Android

অন্যদিকে, কোনও ব্যবহারকারী কখন শেষবার অনলাইনে ছিলেন এবং তাঁর স্ট্যাটাস যাতে কোনও অপরিচিত ব্যক্তি দেখতে না পান তাঁর ব্যাবস্থা করতে সংস্থাটি সম্প্রতি একটি নতুন গোপনীয়তা সংক্রান্ত আপডেট এনেছে। এই নতুন বৈশিষ্ট্যটি অ্যান্ড্রয়েড এবং iOS উভয়ের জন্যই চালু করা হয়েছে বলে জানা গেছে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.