ফোন জলে পড়ে গেলে যা করবেন, আর যা করবেন না

Updated By: Apr 14, 2016, 03:12 PM IST
ফোন জলে পড়ে গেলে যা করবেন, আর যা করবেন না

ফোন জলে পড়ে গেলেই, তা 'ডেড'। এমনটা সবসময় সত্যি নয়। জলের গভীরতা ও জলে ফোন কত সময় ধরে পড়ে থাকছে, তারওপর নির্ভর করে ফোন মৃত, নাকি তা জীবিত হতে পারে! আপনার ফোন মৃতপ্রায় অবস্থা থেকে একেবারে সুস্থ অবস্থায় ফিরবে, যা যা করলে-    

যা করবেন
১. সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব জল থেকে ফোন তুলে ফেলুন।
২. ফোনের সমস্ত ইকুইপমেন্ট, যেমন- ব্যাক কভার, সিম কার্ড, মেমরি কার্ড সব খুলে ফেলুন।
৩. শুকনো কাপড় দিয়ে ফোনকে ভালো ভাবে মুছে ফেলুন। সম্ভব হলে ভ্যাকুম ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিন ফোন। এতে ফোনের গায়ে লেগে থাকা সমস্ত জল শুকিয়ে যাবে।  
৪. শুকনো চাল ভর্তি একটা পাত্রে ফোনটা রাখুন, যাতে ফোনের ভিতরের সমস্ত আদ্রভাব কেটে যায়।
৫. এই অবস্থায় ফোন রেখে দিন অন্তত ৩ দিন (৭২ ঘণ্টা)।
আপনার ফোন ফিরে যাবে 'জীবিত' অবস্থায়।

যা করবেন না
১. জল থেকে ফোন তোলার পর তা সঙ্গে সঙ্গেই সুইচ অন করবেন না।
২. রোদে ফোন একেবারেই শুকোতে রাখবেন না।
৩. ফোনের সিম কার্ড, মেমরি কার্ড না খুলেই ফোনে অন্য কিছু করার চেষ্টা করেবেন না।
৪. ফোন চার্জে দেবেন না।  

 

.