ভোটার কার্ড নিয়ে সমস্যা? কী করতে হবে জেনে নিন

Updated By: Aug 23, 2017, 04:41 PM IST
ভোটার কার্ড নিয়ে সমস্যা? কী করতে হবে জেনে নিন

ওয়েব ডেস্ক: ভোটার কার্ড নিয়ে আমাদের অনেকেরই অনেক রকম সমস্যা থাকে। কোথায় গিয়ে সমস্যার সমাধান হবে, তা জানতেই আমাদের বেশ বেগ পেতে হয়। আর যদিও বা জানতে পারি, হয়তো ভুল সংশোধনের নির্দিষ্ট সময়ে পেরিয়ে গিয়েছে। এবার আপনার সুবিধার জন্য রইল এই খবর।

ভোটার কার্ড নিয়ে কোনও অভিযোগ, সংশোধন, পরিবর্তন করতে চাইলে নির্বাচন কমিশন সময়সীমা জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কোন বিষয়ের জন্য কোন তারিখে কী করতে হবে, তা নিচে দেওয়া হল.

এছাড়াও কোনও কিছু জানার জন্য ভারতের নাগরিকরা ফোন করতে পারেন এই টোল ফ্রি নম্বরে ১৮০০-১১১-৯৫০

এমনকি কার নাম কোন পোলিং স্টেশনে নথিভুক্ত রয়েছে, তাও জানা যাবে একটিমাত্র মেসেজের মাধ্যমে। তারজন্য মোবাইলের মেসেজের Write অপশনে গিয়ে লিখতে হবে WB (Space) EC (Space) Voter। Card Number। তারপর পাঠিয়ে দিতে হবে ৫১৯৬৯ নম্বরে। এছাড়াও এই বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

.