৮ জিবি RAM, কোয়াড রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Vivo Y50

আসুন এই ফোনের দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Apr 8, 2020, 06:49 PM IST
৮ জিবি RAM, কোয়াড রিয়ার ক্যামেরা-সহ লঞ্চ হল Vivo Y50

নিজস্ব প্রতিবেদন: সারা বিশ্ব জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মধ্যেই বিশ্ব বাজারে আসছে Vivo এর নতুন মডেল। Vivo Y50 নিয়ে আসছে এই সংস্থা। মনে করা হচ্ছে এপ্রিল মাসেই লঞ্চ করবে এই ফোন। যদিও ১১ এপ্রিল থেকে কম্বোডিয়ায় এই ফোনের প্রি অর্ডার চালু হচ্ছে। আসুন এই ফোনের দাম আর স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক...

Vivo Y50-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনের ভিতরে Snapdragon 665 চিপসেট থাকছে।

২) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।

৩) ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা। ১৩ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা + ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা + ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। যদিও সামনে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে তা এখনও জানা যায়নি।

৪) ৮ জিবি RAM-সহ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৫) ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

আরও পড়ুন: কী ভাবে ইনস্টল করবেন Aarogya Setu অ্যাপ? কী ভাবে কাজ করে এটি? জেনে নিন

৬) ৫০০০ ব্যাটারি থাকছে এই ফোনে। এর সঙ্গে থাকছে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট।

৭) দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো ও নীল।

৮) ফোনে থাকছে ফিঙ্গাপ্রিন্ট সেন্সর।

৯) এই ফোনের দাম ২৪৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই ফোনের দাম প্রায় ১৮,৯৫০ টাকা।

.