ভাইরাল ভৌতিক সেলফি!

ভৌতিক ব্যাপার। সেলফিতে পাল্টে গেল ছবি! ছিল এক, হয়ে গেল আর এক। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ছবি।

Updated By: Mar 30, 2016, 03:23 PM IST
ভাইরাল ভৌতিক সেলফি!

ওয়েব ডেস্ক: ভৌতিক ব্যাপার। সেলফিতে পাল্টে গেল ছবি! ছিল এক, হয়ে গেল আর এক। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই ছবি।

এমন কখনও দেখেছেন যে, সেলফি তুলেছেন, আর তা পরে পাল্টে গিয়েছে? কিন্তু এমনটাই ঘটেছে বাস্তবে। ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে যে, এক দম্পতি হাসি হাসি মুখে স্মার্ট ফোনে একসঙ্গে সেলফি তুলছেন। উল্টোদিকের একটি কাঁচে কী দেখা যাবে? অবশ্যই ওই দম্পতিকে পিছন দিক থেকে দেখা যাবে তাই তো? কিন্তু এক্ষেত্রে সেটা হল না। ছেলেটির হাতে মোবাইলটি ধরা ছিল। তাঁকে কাঁচে উল্টোদিকেই দেখা গেল। কিন্তু মেয়েটিকে কাঁচেও আগের অবস্থাতেই দেখা যাচ্ছে! এটা কীভাবে সম্ভব সেটাই বোঝা যাচ্ছে না। ট্যুইটারে এই ছবিই এখন ভাইরাল। ১৬ হাজারেরও বেশি শেয়ার হয়েছে এই ছবি।

কী হল তাহলে ছবিটায়? ভূত? ফোটোশপের কারসাজি? অন্য কেউ রয়েছে ছবিতে? নাকি... কেউ বুঝতে পারছেন না, আসলে কী করে হল এমন! সবাই এটাকে ভৌতিক ব্যাপার বলেই মনে করছেন।

.