ভ্যালেন্টাইন ডে অফার! ৪৯ টাকায় আইফোন সেভেন

হাই প্রোফাইল না হয়েও আই প্রোফাইল হতেই পারেন এবার! এমন অফার বছরে একবারই আসে। আর আসে কিছু স্পেশ্যাল দিনেই। গোটা পৃথিবী আজ প্রেমে উন্মাদ, গদগদ ভাব, নিজের প্রেম উজার করতে কত কিছুই না করছে প্রেমিক-প্রেমিকা। কেউ একটা গোলাপে বলে দিচ্ছে নিজের প্রেমের হাজার পাতার 'আরব্যরজনী', আবার কেউ হাতে হীরে নিয়ে দাঁড়িয়ে 'শেষ চিঠি'র মতই। তবে এখন যুগ কেবল কাব্যে থেমে নেই! উপহারও প্রেমের একটা আবশ্যিক উপাদান হয়ে উঠেছে। উপায় নেই, ভোগবাদের দুনিয়ায় 'ভোগ'কে একেবারে বাদ দেওয়ার যে উপায় নেই। আর ভোগবাদের 'ভোগ' যদি উপভোগ করা যায় ৫০ টাকায় তাহলে আর ইতিউতি উঁকি কেন! ৪৯ টাকায় আই ফোন সেভেন! আরে শুনেই চমকে উঠলেন নাকি? অবশ্য এমনটাই হওয়ার কথা, ৫৫ হাজার টাকার ফোন মাত্র ৪৯ টাকায়! এমনই এসএমএস গোটা ভারতে ছেয়ে গেছে। অনেকেই হয়ত এই মোবাইল টেক্সট পেয়েছেন 'VK-61112' এই প্রেরকের কাছ থেকে। টেক্সটে লেখা আছে নিজের পছন্দের বন্ধুকে ৪৯ টাকায় আইফোন সেভেন দিতে ডায়াল করুন, *111*4#... তবে মোবাইল বিশেষজ্ঞরা মনে করছেন এই এসএমএস-টি একটি স্প্যাম! তাই এমন এসএমএস পাওয়া মাত্রই এসএমএস-এর নির্দেশ মত ডায়াল করার আগে সাবধান! 

Updated By: Feb 14, 2017, 05:11 PM IST
ভ্যালেন্টাইন ডে অফার! ৪৯ টাকায় আইফোন সেভেন

ওয়েব ডেস্ক: হাই প্রোফাইল না হয়েও আই প্রোফাইল হতেই পারেন এবার! এমন অফার বছরে একবারই আসে। আর আসে কিছু স্পেশ্যাল দিনেই। গোটা পৃথিবী আজ প্রেমে উন্মাদ, গদগদ ভাব, নিজের প্রেম উজার করতে কত কিছুই না করছে প্রেমিক-প্রেমিকা। কেউ একটা গোলাপে বলে দিচ্ছে নিজের প্রেমের হাজার পাতার 'আরব্যরজনী', আবার কেউ হাতে হীরে নিয়ে দাঁড়িয়ে 'শেষ চিঠি'র মতই। তবে এখন যুগ কেবল কাব্যে থেমে নেই! উপহারও প্রেমের একটা আবশ্যিক উপাদান হয়ে উঠেছে। উপায় নেই, ভোগবাদের দুনিয়ায় 'ভোগ'কে একেবারে বাদ দেওয়ার যে উপায় নেই। আর ভোগবাদের 'ভোগ' যদি উপভোগ করা যায় ৫০ টাকায় তাহলে আর ইতিউতি উঁকি কেন! ৪৯ টাকায় আই ফোন সেভেন! আরে শুনেই চমকে উঠলেন নাকি? অবশ্য এমনটাই হওয়ার কথা, ৫৫ হাজার টাকার ফোন মাত্র ৪৯ টাকায়! এমনই এসএমএস গোটা ভারতে ছেয়ে গেছে। অনেকেই হয়ত এই মোবাইল টেক্সট পেয়েছেন 'VK-61112' এই প্রেরকের কাছ থেকে। টেক্সটে লেখা আছে নিজের পছন্দের বন্ধুকে ৪৯ টাকায় আইফোন সেভেন দিতে ডায়াল করুন, *111*4#... তবে মোবাইল বিশেষজ্ঞরা মনে করছেন এই এসএমএস-টি একটি স্প্যাম! তাই এমন এসএমএস পাওয়া মাত্রই এসএমএস-এর নির্দেশ মত ডায়াল করার আগে সাবধান! 

 

.