দেওয়ালেরও USB Port আছে, যেমন খুশি ফাইল শেয়ার করুন

নিউ ইয়র্কের অলিগলিতে দেখতে পাবেন কংক্রিট দেওয়ালে উঁকি মারছে ইউএসবি ড্রাইভার পোর্ট। একে বলা হয় ইউএসবি ডেড ড্রপ (USB dead drop)। সাধারণত পাবলিক জায়গায় দেখতে পাবেন এইরকম ড্রাইভার পোর্ট। অবাক হলেও বেশ কাজের জিনিস ডেড ড্রপ। যখন তখন, সুবিধে অসুবিধায় পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং করতে পারেন।

Updated By: Jan 20, 2015, 03:02 PM IST
দেওয়ালেরও USB Port আছে, যেমন খুশি ফাইল শেয়ার করুন

ওয়েব ডেস্ক: নিউ ইয়র্কের অলিগলিতে দেখতে পাবেন কংক্রিট দেওয়ালে উঁকি মারছে ইউএসবি ড্রাইভার পোর্ট। একে বলা হয় ইউএসবি ডেড ড্রপ (USB dead drop)। সাধারণত পাবলিক জায়গায় দেখতে পাবেন এইরকম ড্রাইভার পোর্ট। অবাক হলেও বেশ কাজের জিনিস ডেড ড্রপ। যখন তখন, সুবিধে অসুবিধায় পেয়ার টু পেয়ার ফাইল শেয়ারিং করতে পারেন।

২০১০ বার্লিনের শিল্পী আরম বারথল নিউইয়র্কে শুরু করেন ইউএসবি ডেড ড্রপ নেটওয়ার্ক। নিউইয়র্কের ফ্যাট ল্যাব আর্ট ও টেকনোলজি  কালেকটিভের সদস্যও তিনি। তাঁর তৈরি ইউএসবি ডেড ড্রপ কিছুদিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। রাস্তায় হাঁটতে হাঁটতে ল্যাপটপ বা স্মার্টফোন গুঁজে প্রয়োজনীয় ফাইল অতি সহজে ট্রান্সফার করার মতো নতুন পথ পেয়ে খুশি সেখানকার আমজনতা।

ইউএসবি ডেড ড্রপ থাকে অতিরক্তি জায়গা। শুধুমাত্র deaddrops-manifesto.txt ও  readme.txt ফাইল ছাড়া পুরোটাই ফাঁকা থাকে। এই দুটো ফাইল লেখা থাকে কীভাবে আপনি ডেড ড্রপকে ব্যবহার করবেন।

আপনিও আপনার শহরে ইউএসবি ডেডড্রপ নেটওয়ার্ক শুরু করতে পারেন। তার জন্য রইল একটি ভিডিও    

.