ট্রাইয়ের চেয়ারম্যানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

এবার খোদ ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা টুইটার অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেল। বিদেশ যাত্রা করার সময়েই এই ঘটনা ঘটায় অন্তর্ঘাতের বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। গোটা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করা হয়েছে।

Updated By: Sep 11, 2016, 02:05 PM IST
ট্রাইয়ের চেয়ারম্যানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক

ওয়েব ডেস্ক : এবার খোদ ট্রাই চেয়ারম্যান আর এস শর্মা টুইটার অ্যাকাউন্টই হ্যাক হয়ে গেল। বিদেশ যাত্রা করার সময়েই এই ঘটনা ঘটায় অন্তর্ঘাতের বিষয়টি একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি। গোটা বিষয়টি নিয়ে তদন্তও শুরু করা হয়েছে।

আরও পড়ুন- জিও সিমকার্ড তুলতে এই এই ডকুমেন্ট 'মাস্ট'!!!

জানা গেছে, বর্তমানে ফিজি সফরে রয়েছেন আর এস শর্মা। সেই সময়ই এই ঘটনা ঘটে যায়। শুধু হ্যাক করাই নয়, সেই অ্যাকাউন্ট থেকে দফায় দফায় নানা ধরণের আপত্তিকর ছবি ও কমেন্টও পোস্ট করা হয়েছে বলে জানা গেছে।

ইতিমধ্যেই ট্রাই(TRAI)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের চেয়ারম্যানের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে, এবং তা থেকে কোনও কিছু পোস্ট করা হয়ে তার দায় ট্রাইয়ের নেই।

.