১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

ওয়েব ডেস্ক: কল ড্রপের সমস্যার জন্য Reliance Communications আজ ঘোষণা করেছে যে, তারা গ্রাহকদের জন্য 4G app-to-app কলিংয়ের সুবিধা নিয়ে আসছে। এই অফারে ১ টাকায় ৩০০ মিনিট কথা বলতে পারবেন। এই অফার ভ্যালিড ৩০ দিনের জন্য। তবে এই অফার পাবেন শুধুমাত্র দিল্লির গ্রাহকেরাই।

আরও পড়ুন ৫০১ টাকায় স্মার্টফোন আনছে এই মোবাইল কোম্পানি

রিলায়েন্স কমিউনিকেশনের এই অফারের নাম `Call Drops Se Chutkaara`। এই প্রসঙ্গে রিলায়েন্স কমিউনিকেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার, কনজিউমার বিজনেস, গুরদীপ সিং জানিয়েছেন যে, তাঁরা চান দিল্লির মানুষ ডেটাতেও কথা বলুন। Delhi-NCR-দের জন্য ভারতে এই প্রথম এই অফার নিয়ে আসা হয়েছে। যার মাধ্যমে তাঁরা app-to-app কলিং করতে পারবেন। এই অফার ৩০ দিনের জন্য বৈধ। প্রত্যেকদিন ১ টাকায় ১০ মিনিট করে কল করতে পারবেন।

আরও পড়ুন এবার 'ফ্রি গিফট' হিসেবে পেতে পারেন ফ্রিডম২৫১!

English Title: 
THIS SERVICE PROVIDOR PROVIDED 300 MINUTES IN RS 1 CALLING OFFER
News Source: 
Home Title: 

১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!

১ টাকায় ৩০০ মিনিট কলিং অফার দিচ্ছে এই সার্ভিস প্রোভাইডর!
Yes
Is Blog?: 
No