এটাই হল দুনিয়ার প্রথম ফোটোশপ করা ছবি
সালটা ছিল ১৯৮৭। জন নল শখ করে একটা ছবি তুলেছিলেন। ঘটনাটা হয়েছিল জন আর জেনিফার ইন্ড্রাস্ট্রিয়াল লাইন অ্যান্ড মিউজিক নামের এক অফিসে কাজ করতেন। তারা ঘুরতে যান তোপাউ দ্বীপুঞ্জের বোরা বোরায়। হাড়ভাঙা পরিশ্রমের পর জন, জেনিফারের কাছে এই ছুটিটা ছিল দারুণ আনন্দের। এই ছবিটা তোলার পরই জেনিফারকে প্রেমের প্রস্তাব দেন জন।
ওয়েব ডেস্ক: সালটা ছিল ১৯৮৭। জন নল শখ করে একটা ছবি তুলেছিলেন। ঘটনাটা হয়েছিল জন আর জেনিফার ইন্ড্রাস্ট্রিয়াল লাইন অ্যান্ড মিউজিক নামের এক অফিসে কাজ করতেন। তারা ঘুরতে যান তোপাউ দ্বীপুঞ্জের বোরা বোরায়। হাড়ভাঙা পরিশ্রমের পর জন, জেনিফারের কাছে এই ছুটিটা ছিল দারুণ আনন্দের। এই ছবিটা তোলার পরই জেনিফারকে প্রেমের প্রস্তাব দেন জন।
ছবিটা তোলার পর এডিটিংয়ের প্রয়োজন পড়ে। কিন্তু তখন তো আর ফোটোশপ ছিল না। সে সময় যে ফোটো এডিটিং সফটওয়ারটি ছিল সেটা ছিল খুব জটিল, শুধু প্রশিক্ষিতদের জন্য, আর খুব দামি। জন তখন জেনিফারের সেই 4X6 ছবিটা স্কেন করার পর এক সফটওয়ারে এডিট করে। জন সেই ছবিটির নাম দেন 'জেনিফার ইন প্যারডাইস.টিফ' ('Jennifer in Paradise.tif.')। সেই সফটওয়ারটিকে মানুষ পরে চেনে অ্যাডব ফোটোশপ হিসেবে। বাকিটা ইতিহাস।