মহাকাশচারীদের জন্য মল-মূত্র দিয়ে খাবার বানাচ্ছে NASA!

Updated By: Aug 24, 2017, 04:11 PM IST
মহাকাশচারীদের জন্য মল-মূত্র দিয়ে খাবার বানাচ্ছে NASA!

ওয়েব ডেস্ক: মহাকাশচারীদের জন্য বিশেষ উদ্যোগ NASA-র। নিজেদের মূত্র থেকে তৈরি খাবার খেয়েই দিন কাটাবেন মহাকাশচারীরা। সম্প্রতি কয়েকজন বিজ্ঞানীকে এই দায়িত্ব দিয়েছে The National Aeronautics and Space Administration (NASA)।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত খবর অনুযায়ী, গবেষণার বিষয় হল, মহাকাশযাত্রী ও আর্ন্তজাতিক মহাকাশকেন্দ্রের বাসিন্দাদের জন্য পুষ্টিকর খাবার তৈরি করা। যার মূল কাঁচামাল হল, মহাকাশে দিন কাটানো বিজ্ঞানীদের মল-মূত্র এবং নিঃশ্বাস। শুধু পুষ্টিকর খাবারই নয়, শূন্যে ব্যবহারের জন্য প্লাস্টিকও তৈরি করা হবে ওই বর্জ্য থেকেই।

মহাকাশচারীদের বর্জ্য থেকে তৈরি করা হবে এক ধরনের ইস্ট। মহাকাশচারীদের জন্য এই খাবার স্বাস্থ্যকর হবে বলেই দাবি তাঁদের। আর এর ফলে খাবারের জন্য তাঁদের আর পৃথিবীর উপর ভরসা করে থাকতে হবে না।

এই প্রকল্পের প্রধান হলেন মার্ক ব্লেনার। জানা গিয়েছে, ইতিমধ্যেই মহাকাশচারীদের মূত্র থেকে পানীয় জল তৈরি করা হয়েছে। 

.