জানেন, কীভাবে সঠিক টাকার অঙ্কটা বেরিয়ে আসে ATM-এ

ATM কার্ড ছাড়া এখনকার দিনে যাতায়াত করেন, এমন মানুষ খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মত। শপিং থেকে রেস্তরাঁ, সঙ্গে ATM কার্ড থাকলেই সব মুশকিল আসান। একছুটে পাশের ATM-এ গিয়ে টাকাটা নিয়ে এলেই হল। কোনও ব্যাঙ্কে যাওয়ার ঝুট ঝামেলা নেই। কিন্তু, জানেন কীভাবে ATM এত নিখুঁতভাবে সঠিক টাকার অঙ্কটা আপনার হাতে তুলে দেয়?

Updated By: May 24, 2016, 05:27 PM IST
জানেন, কীভাবে সঠিক টাকার অঙ্কটা বেরিয়ে আসে ATM-এ

ওয়েব ডেস্ক : ATM কার্ড ছাড়া এখনকার দিনে যাতায়াত করেন, এমন মানুষ খুঁজে বের করা অনেকটা খড়ের গাদায় সূচ খোঁজার মত। শপিং থেকে রেস্তরাঁ, সঙ্গে ATM কার্ড থাকলেই সব মুশকিল আসান। একছুটে পাশের ATM-এ গিয়ে টাকাটা নিয়ে এলেই হল। কোনও ব্যাঙ্কে যাওয়ার ঝুট ঝামেলা নেই। কিন্তু, জানেন কীভাবে ATM এত নিখুঁতভাবে সঠিক টাকার অঙ্কটা আপনার হাতে তুলে দেয়?

এর পিছনে প্রধান কারণ হল স্মুথ ও রিগড রোলার। এমনভাবে এই ২টি রোলার কাজ করে যে সঠিক টাকার অঙ্কটা বেরিয়ে আসে ATM থেকে। আমি-আপনি টাকার অঙ্কটা ATM মেশিনে দেওয়ার পরই তা প্রথমে স্ক্যান করে মেশিন। তারপর ঘুরতে শুরু করে রোলার। বেরিয়ে আসে সঠিক টাকার অঙ্কটা।

.