৪,৫০০ টাকার মধ্যে ৪টি স্মার্টফোন নিয়ে এল স্পাইস মোবাইল
কম দামের ৪টি নতুন স্মার্টফোন নিয়ে এল স্পাইস মোবাইল। এক্স লাইফ সিরিজের ৪টি ফোনেরই দাম ৪,৫০০ টাকার মধ্যে। মূলত দেশের টায়ার টু ও টায়ার থ্রি শহরের ক্রেতাদের জন্যই এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল স্পাইস মোবাইল।
ওয়েব ডেস্ক: কম দামের ৪টি নতুন স্মার্টফোন নিয়ে এল স্পাইস মোবাইল। এক্স লাইফ সিরিজের ৪টি ফোনেরই দাম ৪,৫০০ টাকার মধ্যে। মূলত দেশের টায়ার টু ও টায়ার থ্রি শহরের ক্রেতাদের জন্যই এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করল স্পাইস মোবাইল।
এক্সলাইফ ৪৩১কিউ(XLife 431q)-১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও ১৭৫০ এমএএইচ ব্যাটারির ফোনে রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সঙ্গে ডুয়াল এলইডি ফ্লাশ ও ১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ২টি অতিরিক্ত রিয়ার কভার ও ফ্লিপ কভারের সঙ্গো ফোনের দাম ৩,৯৯৯ টাকা।
এক্সলাইফ ৪৩১কিউ লাইট(XLife 431q Lite)-১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও ১৭৫০ এমএএইচ ব্যাটারির ফোনে রয়েছে ৫১২ এমবি র্যাম ও ৪জিবি রম, ৩.২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দাম ৩,৮৫০ টাকা।
এক্সলাইফ ৪০৪(XLife 404 dual SIM)-থ্রিজি এনেবলড স্মার্টফোনে রয়েছে ১৪৫০ এমএএইচ ব্যাটারি। স্লিক ব্রাশড মেটালিক ফিনিশ ডিজাইনের ফোন পাওয়া যাবে ওয়াইন রেড, শ্যাম্পেন গোল্ড ও আইভরি হোয়াইট রঙে। দাম ৩,১৯০ টাকা।
এক্সলাইফ ৫১২-১ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসরের সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ডুয়াল এলইডি ফ্লাশ ও ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ২০০০ এমএএইচ ব্যাটারির স্যান্ডস্টোন ফিনিশ ব্যাক কভারের সঙ্গে মেটাল ট্রিম ফোনের দাম ৪,৪৯৯ টাকা।