ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস Sony Xperia 1 II-এর স্পেসিফিকেশন

সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোনের সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 26, 2020, 02:55 PM IST
ভারতে লঞ্চ হওয়ার আগেই ফাঁস Sony Xperia 1 II-এর স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসকে উপেক্ষা করেই সারা বিশ্বে লঞ্চ হয়ে চলেছে এক একটি সংস্থার এক একটি ফোন। এবার Sony নিয়ে আসছে তার নতুন মডেল। ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করবে Sony Xperia 1 II। মনে করা হচ্ছে আগামী মে মাসের শেষ সপ্তাহে ভারতে লঞ্চ করবে এই ফোন। জাপানের এই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দেখা গিয়েছে এই ফোনের সম্ভাব্য দাম আর স্পেসিফিকেশন।

Sony Xperia 1 II-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে থাকছে Android v10 অপারেটিং সিস্টেম।

২) এই ফোনের ভিতরে থাকছে Snapdragon 865 চিপসেট।

৩) ৮ জিবি RAM ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৪) ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকছে আর সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: প্রায় ৫০,০০০ কোটি টাকায় Jio-র মালিকানা কিনতে চাইছে Facebook!

৫) ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকছে এই ফোনে।

৬) ৪০০০ ব্যাটারি-সহ 21W ফাস্ট চার্জিং এর জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট থাকছে।

৭) ডিসপ্লের উপরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

৮) দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো ও বেগুনি।

৯) মনে করা হচ্ছে ভারতে এই ফোনের দাম হতে পারে ৫৪,৯৯৯ টাকা।

.