প্রি-রেজিস্ট্রেশন শুরু স্যামসং গ্যালাক্সি নোট ৮-এর, জানুন কীভাবে বুকিং করবেন
Updated By: Sep 2, 2017, 04:35 PM IST
ওয়েব ডেস্ক: প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল স্যামসং গ্যালাক্সি নোট ৮-এর। শোনা যাচ্ছে, খুব সম্ভাবত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রিটেল মার্কেটে পাওয়া যাবে ফোনটি। কিন্তু কীভাবে আগে থেকে রেজিস্ট্রেশন করবেন ফোনটি?
স্যামসং ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্যামসং গ্যালাক্সি নোট ৮ বুকিং করতে পারবেন। তাছাড়া, এই ফোন সংক্রান্ত যেকোনও কিছু জানতে হলেও আপনি ওই ওয়েবসাইট থেকেই জানতে পারবেন।
কী কী ফিচার্স রয়েছে স্যামসং গ্যালাক্সি নোট ৮ ফোনে?
১) ৬.৩ ইঞ্চি স্ক্রিন।
২) কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর।
৩) 6 GB RAM
৪) ডুয়েল ১২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৫) অ্যান্ড্রয়েড ৭.১.১ নোগাট।
৬) জল এবং ধুলো প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে এই ফোনে।
৭) দাম- ৬৫ হাজার টাকা।