৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ২৩ মার্চ থেকে বিক্রি শুরু হবে Samsung Galaxy M21

Samsung M সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ রয়েছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও রয়েছে চমক।

Edited By: সুদীপ দে | Updated By: Mar 19, 2020, 02:11 PM IST
৪৮ মেগাপিক্সেল ক্যামেরা-সহ ২৩ মার্চ থেকে বিক্রি শুরু হবে Samsung Galaxy M21

নিজস্ব প্রতিবেদন: ১৮ মার্চ, বুধবার লঞ্চ হয়েছে Samsung Galaxy M21। Samsung M সিরিজের সবকটি ফোনের থেকে সবচেয়ে বড় ব্যাটারি ব্যাকআপ রয়েছে এই ফোনে। ফোনটির ডিসপ্লে ডিজাইনেও রয়েছে চমক।

বাজার চলতি অন্য ফোনগুলির মতো এই ফোনেও রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। Samsung-এর অন্য ফোনগুলির মতো এই ফোনেও রয়েছে Super AMOLED ডিসপ্লে। পিছনের তিনটি ক্যামেরার মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। অন্য দুই ক্যামেরা সম্পর্কে সঠিক তথ্য না থাকলেও একটি আল্ট্রা ওয়াইড, অন্যটি ম্যাক্রো লেন্স রয়েছে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy M21-এর স্পেসিফিকেশন আর দাম:

১) Samsung Galaxy M21-এ রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি Super AMOLED ডিসপ্লে। এই ফোনে Infinity-U ডিজাইনের ডিসপ্লে রয়েছে।

২) সেলফি তোলার জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা + ৫ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর।

৩) এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।

৪) ফোনের ভিতরে রয়েছে ৬,০০০ mAh ব্যাটারি।

আরও পড়ুন: কার্ভড ডিসপ্লে, ১০৮ মেগাপিক্সল ক্যামেরা-সহ আসতে চলেছে Motorola Edge+

৫) এই ফোনের ভিতরে রয়েছে Exynos 9611 চিপসেট। ফোনটি নীল, কালো ও বেগুনি রঙে পাওয়া যাবে।

৬) দুরকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোন। ৪ জিবি RAM + ৬৪ জিবি আর ৬ জিবি RAM + ১২৮ জিবি।

৭) ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। ২৩ মার্চ দুপুর ১২টা থেকে Amazon.in-এ এই ফোনের বিক্রি শুরু হবে।

.