লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেল Samsung Galaxy A21s—এর স্পেসিফিকেশন

 Geekbench ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের স্পেসিফিকেশন। 

Updated By: Apr 5, 2020, 11:24 AM IST
লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গেল Samsung Galaxy A21s—এর স্পেসিফিকেশন

নিজস্ব প্রতিবেদন— মারণ ভাইরাস করোনার প্রকোপ উপেক্ষা করেই বিশ্ব বাজারে লঞ্চ হতে পারে Samsung Galaxy A21s। যদিও সংস্থার তরফ থেকে এখনও লঞ্চের ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে চলতি মাসেই লঞ্চ হতে পারে Samsung Galaxy A21s। এদিকে লঞ্চের আগেই Geekbench ওয়েবসাইটে ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের স্পেসিফিকেশন। 

আসুন দেখে নেওয়া যাক Samsung—এর এই নতুন মডেলের স্পেসিফিকেশন। 

Samsung Galaxy A21s এর স্পিসিফিকেশন :

১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।

২) ফোনের ভিতরে থাকছে Exynos 850 চিপসেট।

৩) ফোনে সিঙ্গেল কোর স্কোর ১৮৩ ও মাল্টি কোর স্কোর ১০৭৪ থাকছে।

৪) দুই রকমের স্টোরেজ সহ লঞ্চ করবে এই ফোন। ৩২ জিবি ও ৬৪ জিবি। এছাড়াও ৩জিবি RAM থাকছে।

৫) ৫০০০ mAh ব্যাটারি থাকছে এই ফোনে।

৬) চারটি রঙে পাওয়া যাবে এই ফোন। কালো, নীল, লাল ও সাদা।

৭) মনে করা হচ্ছে এই ফোনের দাম হতে পারে প্রায় ১২ হাজার টাকার কাছাকাছি।

.