৮,৫০০ টাকারও কমে লঞ্চ হল Samsung-এর নতুন স্মার্টফোন Galaxy A10!

লঞ্চ হল Samsung-এর Galaxy A সিরিজের তিনটি নতুন স্মার্টফোন! Galaxy A10, A30 ও A50।  দামগুলি দেখে নিন...

Updated By: Feb 28, 2019, 05:41 PM IST
৮,৫০০ টাকারও কমে লঞ্চ হল Samsung-এর নতুন স্মার্টফোন Galaxy A10!
কলকাতায় ফোনের লঞ্চ অনুষ্ঠানে Samsung India-র চিফ মার্কেটিং অফিসার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রঞ্জিভজিত্ সিং।

সুদীপ দে: ২৮ ফোব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতায় একটি ইভেন্টে লঞ্চ হল Samsung-এর Galaxy A সিরিজের তিনটি নতুন স্মার্টফোন Galaxy A10, A30 ও A50। ভারতে ফের স্মার্টফোনের বাজার ধরতে মরিয়া দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা বিগত কয়েক মাসে পর পর বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল Samsung-এর ‘M’ সিরিজ। ভারতের বাজারেও এখন রমরমিয়ে বিক্রি হচ্ছে Samsung-এর ‘M’ সিরিজের স্মার্টফোনগুলি। এ বার আরও একঝাঁক নতুন আকর্ষণীয় ফিচার নিয়ে লঞ্চ হল Samsung-এর Galaxy A10, A30 ও A50। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Galaxy A সিরিজের তিনটি স্মার্টফোনের ফিচার...

Samsung Galaxy A10-এর স্পেসিফিকেশন:

১) ৬.২ ইঞ্চি এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১ শতাংশের বেশি। এই ফোনে রয়েছে ইনফিনিটি ‘V’ নচ ডিসপ্লে।

২) ২ জিবি RAM আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie) আর Exynos ৭৮৮৪ Octa core (১০ nm) প্রসেসর।

৪) ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা  আর ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের স্ক্রিনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৩,৪০০ mAh-এর ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type C port (ফার্স্ট চার্জিং-এ সহায়ক)।

৭) Samsung Galaxy A10-এর দাম ৮,৪৯০ টাকা।

আরও পড়ুন: মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ZEE5 ও Apigate-এর গাঁটছড়া

Samsung Galaxy A30-এর স্পেসিফিকেশন:

১) ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১ শতাংশের বেশি। এই ফোনে রয়েছে ইনফিনিটি ‘U’ নচ ডিসপ্লে।

২) ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie) আর Exynos ৭৯০৪ Octa core (১০ nm) প্রসেসর।

৪) ১৬ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫) ফোনের স্ক্রিনেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port (ফার্স্ট চার্জিং-এ সহায়ক)।

৭) Samsung Galaxy A30-এর দাম ১৬,৯৯০ টাকা।

Samsung Galaxy A50-এর স্পেসিফিকেশন:

১) ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৯১ শতাংশের বেশি। এই ফোনে রয়েছে ইনফিনিটি ‘U’ নচ ডিসপ্লে।

২) ৪ বা ৬ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie) আর Exynos ৯৬১০ Octa core (১০ nm) প্রসেসর।

৪) ২৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

৫) ফোনের স্ক্রিনেই রয়েছে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port (ফার্স্ট চার্জিং-এ সহায়ক)।

৭) Samsung Galaxy A50-এর দাম ২২৯৯০ টাকা (৬ জিবি RAM) আর ১৯,৯৯০ টাকা (৪ জিবি RAM)।

২ মার্চ থেকে ভারতে বিক্রি শুরু হচ্ছে Samsung-এর নতুন তিনটি স্মার্টফোন Galaxy A10, A30 ও A50-এর।

.