২০২৫-এ কে হবে আপনার সবচেয়ে কাছের সঙ্গী?
সারাদিন এত ব্যস্ত যে দুদণ্ড বসে কথা বলার সময় নেই। রাতে বিছানায় শরীরটা এলিয়ে পড়তেই দুচোখ জুড়ে শুধুই ঘুম। সঙ্গীর চাহিদা বা আবদার, যেটাই বলুন সেটা মেটানোর সময় বা তাগিদ কোনও কিছুই তখন আর অবশিষ্ট নেই। সেই অভাবই এবার মেটাতে চলেছে রোবট। ২০২৫-এর মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় শয্যাসঙ্গী হতে চলেছে এই রোবোট।
ওয়েব ডেস্ক : সারাদিন এত ব্যস্ত যে দুদণ্ড বসে কথা বলার সময় নেই। রাতে বিছানায় শরীরটা এলিয়ে পড়তেই দুচোখ জুড়ে শুধুই ঘুম। সঙ্গীর চাহিদা বা আবদার, যেটাই বলুন সেটা মেটানোর সময় বা তাগিদ কোনও কিছুই তখন আর অবশিষ্ট নেই। সেই অভাবই এবার মেটাতে চলেছে রোবট। ২০২৫-এর মধ্যে মানুষের সবচেয়ে প্রিয় শয্যাসঙ্গী হতে চলেছে এই রোবোট।
সমীক্ষা জানান দিচ্ছে এমন তথ্য। রিপোর্ট বলেছে, আগামী ১০ বছরের মধ্যে মানুষকেই রোবটকেই আপন করে নেবে। আর তারপর পরবর্তী ২৫ বছরে, ২০৫০-এর মধ্যে মানুষ আর কোনওভাবেই মানুষের সঙ্গে নয়, সেক্স করবে রোবটের সঙ্গে।
উন্নতি প্রযুক্তিতে তৈরি সেসব রোবট হবে একদম মানুষের মতোই দেখতে। কোনও দায়দায়িত্বহীন রোবটের সঙ্গেই মানুষ তখন উপভোগ করবে তার যৌনজীবন।