নেটওয়ার্ক না থাকলেও এবার কল করতে পারবেন Jio গ্রাহকরা! চালু হল নতুন পরিষেবা

আগামী ১৬ জানুয়ারির মধ্যে গোটা দেশেই এই পরিষেবা চালু করতে উদ্যোগী মুকেশ আম্বানির সংস্থা।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 9, 2020, 01:23 PM IST
নেটওয়ার্ক না থাকলেও এবার কল করতে পারবেন Jio গ্রাহকরা! চালু হল নতুন পরিষেবা

নিজস্ব প্রতিবেদন: নেটওয়ার্ক না থাকলেও এ বার ভয়েস ও ভিডিও কলিং নিশ্চিন্তে করতে পারবেন Jio গ্রাহকরা! কারণ শীঘ্রই গোটা দেশে চালু হচ্ছে সংস্থার নতুন ওয়াই-ফাই কলিং পরিষেবা। আগামী ১৬ জানুয়ারির মধ্যে গোটা দেশেই এই পরিষেবা চালু করতে উদ্যোগী মুকেশ আম্বানির সংস্থা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে ১৫০টি মোবাইল হ্যান্ডসেটে এই ওয়াই-ফাই কলিং ফিচার সাপোর্ট করবে। জানা গিয়েছে, প্ল্যান অ্যাকটিভ থাকলে Jio গ্রাহকরা যে কোনও ওয়াই-ফাইয়ের সঙ্গে যুক্ত হয়ে (কানেক্ট করে) ভয়েস কল করতে পারবেন। মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও এই পরিষেবা ব্যবহার করা যাবে। ভয়েস কল ছাড়াও ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে ভিডিয়ো কল করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরিষেবা ব্যবহারের জন্য অতিরিক্ত কোনও টাকা খরচ করতে হবে না Jio গ্রাহকদের।

আরও পড়ুন: ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করতে উদ্যোগী Uber! উড়ন্ত গাড়ি বানাবে Hyundai

গত মাসেই ওয়াই-ফাই কলিং পরিষেবা নিয়ে এসেছে Airtel। নির্দিষ্ট কয়েকটি OnePlus, Apple, Samsung আর Xiaomi-এর ফোনেই Airtel-এর এই ওয়াই-ফাই কলিংয়ের পরিষেবা কাজ করে। এ বার মুকেশ আম্বানির সংস্থাও নেমে পড়ল প্রতিযোগিতায়।

.