সবচেয়ে কম খরচে আনলিমিটেড ডেটা অফার জিও-ভোডাফোনের
প্রিপেইড রিচার্জ প্ল্যানে মুখোমুখি যুদ্ধ চলছে রিলায়েন্স জিও এবং ভোডাফোনের মধ্যে। চলছে একে অপরকে টক্কর দেওয়ার যুদ্ধ।
নিজস্ব প্রতিবেদন: প্রিপেইড রিচার্জ প্ল্যানে মুখোমুখি যুদ্ধ চলছে রিলায়েন্স জিও এবং ভোডাফোনের মধ্যে। চলছে একে অপরকে টক্কর দেওয়ার যুদ্ধ।
সমস্ত সার্ভিস প্রোভাইডরের গ্রাহকদের এখন একটাই চাহিদা। যে যত কম খরচে ডেটা দিতে পারবে, গ্রাহকসংখ্যা তার তত বাড়বে। কম খরচে ইন্টারনেট পরিষেবা দেওয়ায় এবার ২১ টাকা এবং ১৯ টাকার রিচার্জ অফার নিয়ে এলো ভোডাফোন এবং রিলায়েন্স জিও। দেখে নিন কে কত কম খরচে ডেটা দিচ্ছে।
আরও পড়ুন : গোপনে হোয়াটসঅ্যাপ মেসেজ পড়তে চান? জানুন কী করবেন
মাত্র ২১ টাকায় আনলিমিটেড ডেটা প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন। জানা যাচ্ছে, ২১ টাকায় ভোডাফোন গ্রাহকরা যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তবে, ২১ টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন টানা ১ ঘণ্টা। এই ১ ঘণ্টায় গ্রাহকরা যত খুশি চাইবেন সিনেমা, গান সব কিছু ডাউনলোড করতে পারবেন। এই অফারের বৈধতা ২৪ ঘণ্টা।
পাশাপাশি ভোডাফোনের থেকেও কম খরচে ইন্টারনেট দিচ্ছে রিলায়েন্স জিও। মাত্র ১৯ টাকার রিচার্জ অফারে রিলায়েন্স জিও গ্রাহকদের দিচ্ছে ০.১৫ জিবি ৪জি ডেটা। তার সঙ্গে আনলিমিটেড ভয়েস কল এবং আনলিমিটেড মেসেজ করার সুবিধা। জিও-র এই অফারের বৈধতা ১ দিনের জন্য।
আরও পড়ুন : ক্লাস টেনও পাশ করেনি, অ্যামাজনকে প্রতারণা করে ১.৩ কোটি টাকা হাতালো যুবক